1. editor@dailybogratimes.com : dailybogratimes. :
র‌্যাবের সাবেক ডিজি বেনজির ও পুলিশের সাবেক আইজি শহীদুল হকের বিরুদ্ধে গোমস্তাপুর আমলি আদালতে হত্যা মামলা » Daily Bogra Times বগুড়া টাইমস
Logo বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ নির্ধারণের প্রস্তাব আমদানি হবে ৬ লাখ টন চাল ও গম, খাদ্যের মজুদ বাড়াচ্ছে সরকার পিআইবির নতুন মহাপরিচালক ফারুক ওয়াসিফ কাজিপুরে আন্তঃশ্রেণি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসির নতুন পরিচালক ড. মুর্শিদা ফেরদৌস  ধামইরহাটে তালা ভেঙ্গে কাপড়ের দোকানে চুরির অভিযোগ মহাদেবপুরে নৃ-গোষ্ঠীর কারাম উৎসব পালিত রাজশাহীর উপজেলা ও পৌরসভায় সেবা পেতে জনগণের ভোগান্তি  জয়পুরহাট সরকারি কলেজের উদ্যোগে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন বিস্ফোরণে কাপলো লেবানন : নিহত ৯, আহত ২৮০০ পশ্চিমবঙ্গে বন্যার জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করলেন মমতা সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ আমরা বাংলাদেশকে সম্মান করি : গৌতম গম্ভীর অনলাইনেও দেখা যাবে বাংলাদেশ-ভারত সিরিজ আ.লীগ সরকারের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সব প্রকল্প বাতিল : পরিকল্পনা উপদেষ্টা

র‌্যাবের সাবেক ডিজি বেনজির ও পুলিশের সাবেক আইজি শহীদুল হকের বিরুদ্ধে গোমস্তাপুর আমলি আদালতে হত্যা মামলা

মোঃ সিফাত রানা চাঁপাইনবাবগঞ্জঃ-  
  • বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১ বার পঠিত
র‌্যাবের সাবেক ডিজি বেনজির ও পুলিশের সাবেক আইজি শহীদুল হকের বিরুদ্ধে গোমস্তাপুর আমলি আদালতে হত্যা মামলা
print news

মোঃ সিফাত রানা চাঁপাইনবাবগঞ্জঃ-  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় আবুল হোসেন বাবু নামের একজনকে অপহরণ করে হত্যার অভিযোগ এনে র‌্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হকসহ ২৫ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর আমলী আদালতে আবুল হোসেনের স্ত্রী জুলেখা বেগম এই মামলার আবেদন করেন।

মামলায় অন্যান্য আসামীদের মধ্যে রয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের তৎকালীন উপ-পরিদর্শক মোজাম্মেল হক (৫০), গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের শিবরামপুর গ্রামের   সেরাফত আলী খানের ছেলে মুনিরুল ইসলাম টুলু (৫০) ও একই এলাকার ইদ্রিশ আলীর ছেলে মো. মোরসালিন (৩৪)সহ অজ্ঞাত আরও ১৫-২০ জন।

মামলার আবেদনে বলা হয়েছে, ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর আদালত থেকে বাড়ি ফেরার পথে রহনপুর বাসস্ট্যাণ্ড এলাকা থেকে র‌্যাব ও পুলিশের সদস্যরা আবুল হোসেনের বাবুকে অপহরণ করেন। ঘটনার পরের দিন তার স্ত্রী জুলেখা বেগম হাসপাতালে গেলে তার স্বামীর মরদেহ গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। মরদেহ ফেরত নিতে গেলে র‌্যাব ও পুলিশ সদস্যরা ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে দ্রুত সময়ের মধ্যে লাশ দাফনের নির্দেশ দেন। পরবর্তী সময়ে জুলেখা স্বামী হত্যার বিচার চেয়ে মামলা করতে গেলে আসামীরা প্রভাবখাটিয়ে মামলা করতে দেননি।

মামলার বাদি জুলেখা বেগম সাংবাদিকদের বলেন, দুই সন্তান নিয়ে নিদারুন কষ্টে দিনপার করছি। আমার স্বামীকে নির্মমভাবে ক্রসফায়ার করে র‌্যাব ও পুলিশের সদস্যরা। তখন এ ঘটনায় মামলা করতে গেলে আসামীরা আমাকেও হত্যার হুমকি দেয়। ফলে সে সময় স্বামীর হত্যার বিচার চেয়েও; পাইনি। 

তার ভাষ্য আমার স্বামী আওয়ামীলীগ করত না। সে বিএনপিকে সমর্থন করত। এটাই ছিল তার অপরাধ। এই অপরাধে আসামীরা অপহরণ করে হত্যা করে।

মামলার বাদীর আইনজীবী নুরুল ইসলাম সেন্টু বলেন, শেখ হাসিনা সরকারের শাসনামলে আবুল হোসেনকে অপহরণ করে র‌্যাব ও পুলিশ সদস্যরা। এ ঘটনায় গোমস্তাপুর আমালী আদালতে তারই স্ত্রী জুলেখা বেগম মামলার আবেদন করেন। অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব আগামী ১৮ সেপ্টেম্বর মামলাটি আদেশের দিন ধার্য করেছেন’।

এনাম হক / ডেইলি বগুড়া টাইমস

আরো খবর
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews