লঙ্কান গায়িকা ইয়োহানির সঙ্গে গান গাইলেন সাকিব ।
প্রথমবারের মতো লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে শ্রীলঙ্কায় আছেন সাকিব আল হাসান। সেখানে গল টাইটানসের হয়ে বেশ ছন্দেও রয়েছেন তিনি। এলপিএলের উদ্বোধনী আয়োজনে গান পরিবেশনের সুবাদে ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাতের সুযোগ মিলেছে ‘মানিকে মাগে হিতে’-খ্যাত গায়িকা ইয়োহানির। সেই সুবাদে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিবের সঙ্গে দেখা হয় ইয়োহানির।
এলপিএলের চলতি আসরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ৩০ বছর বয়সী ইয়োহানি। এলপিএলের নিজেদের ফেসবুক পেজে প্রকাশ করা এক ভিডিওতে ইয়োহানির সঙ্গে শ্রীলঙ্কায় নিজের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে দেখা যায় সাকিবকে।
ইয়োহানি লঙ্কা প্রিমিয়ার লিগ সম্পর্কে সাকিবের কাছে জানতে চাইলে এই টাইগার ক্রিকেটার জানান, ‘অনূর্ধ্ব-১৯ দলে খেলার সময় থেকে আমি শ্রীলঙ্কায় আসছি। বাংলাদেশ দলও এখন এক-দুই বছরে এখানে খেলতে আসে। আর এলপিএলের সঙ্গে এবারই আমার প্রথম। আমি নিজে খুবই এক্সসাইটেড, এছাড়া আমার দলও বেশ ভালো করছে।’
শ্রীলঙ্কার কোন জিনিস সবচেয়ে ভালো লাগে এমন প্রশ্নের জবাবে সাকিব জানান, এই দেশটা খুবই অতিথিপরায়ণ। এখানকার মানুষগুলো অনেক বন্ধুত্বপূর্ণ। দেশটিও সুন্দর।’
এরপরি সাকিবকে একটি গান গাওয়ার চ্যালেঞ্জ জানান ইয়োহানি। ভারতের কিংবদন্তি শিল্পী মোহাম্মদ রাফির ‘আজকা তেরে মেরে পেয়ার কে চার্চে’ গানটি গাইতে বলা হইয় সাকিবকে। তখন সাকিবও নিজের গলায় গানটিতে সুর মেলানে ইয়োহানির সঙ্গে/।