লাইট বিহীন ট্রাক্টরের ধাক্কায় নিহত পৌর কর্মী
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় লাইট বিহীন ট্রাক্টরের ধাক্কায় পৌরসভার কর্মী আব্দুল কুদ্দুস (৪৫) নিহত হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সাতটার দিকে শহরের মল্লিকা ইন হোটেল এলাকায় সাহাপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করে মরদেহ উদ্ধার করে।
কুদ্দুস বগুড়া জেলার আদমদীঘি উপজেলার বড় আখিড়ার মৃত সৈয়দ আলীর ছেলে এবং সান্তাহার পৌরসভায় কর বিভাগে চাকুরী করতেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন পৌরসভার সহকর্মী পান্না খাতুন। প্রত্যক্ষদর্শী সুমন ও সৈকতসহ আরও অনেকে বলেন, বুধবার সন্ধ্যার দিকে আব্দুল কুদ্দুস নওগাঁ থেকে একটি মোটরসাইকেল চালিয়ে সান্তাহারের দিকে যাচ্ছিলেন।
মল্লিকা ইন হোটেল এলাকায় পৌঁছলে বিপরীতদিক সান্তাহার থেকে লাইট বিহীন একটি বেপরোয়া গতির ট্রাক্টর যাচ্ছিল। ট্রাক্টরের লাইট বুঝতে না পেরে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই কুদ্দুস নিহত হন । সংবাদ পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান বলেন, নিহতের সুরতহাল করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে। ঘটনার পর দ্রুত চলে যাওয়ার লাইট বিহীন ঘাতক ট্রাক্টরটিকে জব্দ করা সম্ভব হয় নাই। আশা রাখি ট্রাক্টরটির চালককে আটকসহ ট্রাক্টরটি জব্দ করা সম্ভব হবে।