লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গাছ উপড়ে ফেলে ফসলি ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে আব্দুল বারেক জুয়েল ও তার লোকজনের বিরুদ্ধে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর সকালে উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী হযরত আলী বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি এজাহার দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, ওই উপজেলার নিজ শেখ সুন্দর গ্রামের ৫ নং ওয়ার্ডের মৃত সোনা মন্ডলের ছেলে আব্দুল বারেক জুয়েল রুবেল মৃত ইজার আলী মন্ডলের ছেলে ঈমান আলী , জসিম উদ্দিন হুমায়ুন কবির, ঈমান আলী মন্ডলের ছেলে জাহাঙ্গীর আলম , আব্দুল বারেক জুয়েলের স্ত্রী মাহামুদা বেগম , জাহাঙ্গীর আলমের স্ত্রী হুমায়েরা জেবা , ঈমান আলী মন্ডলের স্ত্রী আলেয়া বেগম (৪৫), জসিম উদ্দিনের স্ত্রী হাসিনা বেগম (৪৫), জসিম উদ্দিনের ছেলে মিলন হোসেন (২৮)।
এজাহার সূত্রে জানা যায়, হযরত আলীর ক্রয়কৃত ভোগদখলীয় জমিতে (জেএল ০৩, এসএ খতিয়ান ২১৪, এসএ ৫১২১ দাগ) তার লাগানো ইউক্যালিপটাস গাছ ও সরিষা ক্ষেত রয়েছে। ওই জমি নিয়ে হযরত আলীর সঙ্গে আব্দুল বারেক জুয়েল, ইমান আলী ও তার লোকজনের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে এবং ওই জমি নিয়ে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। মামলার প্রেক্ষিতে আদালত ওই জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আব্দুল বারেক জুয়েল তার লোকজন ওই জমিতে থাকা একশত ইউক্যালিপ্টাস গাছ উপড়ে ফেলে ফসলি ক্ষেত নষ্ট করেন। যার আনুমানিক ক্ষতির পরিমাণ ১লক্ষ টাকা।
এব্যাপারে বিবাদের ইমান বলেন ওই জমিতে আমাদের ভুট্টা লাগানো আছে আমরা কোন গাছ কর্তন করিনাই। এবিষয়ে হাতীবান্ধা অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে