লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ি এলাকায় জোর পুর্বক জমি দখলের অভিযোগ উঠেছে মিন্টু মিয়া নামে এক ব্যাক্তির বিরুদ্ধে। শনিবার সকালে সড়জমিনে গিয়ে দেখা যায় উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ি এলাকায় রিপন মিয়ার ক্রয়কৃত জমি জোর পুর্বক দখল করার চেষ্টা করেন ওই এলাকার মোহর উদ্দিনের ছেলে মিন্টু মিয়া। এসময় রিপনের পিতা আতোয়ার হোসেন বাঁধা দিতে গেলে উলহাস নামে এক ব্যাক্তি আতোয়ার হোসেনকে শারিরীক ভাবে লাঞ্ছিত করেন, এবং রিপনকে যেকোন সময় হত্যা করার হুমকি দেন।
অভিযোগ সুত্রে রিপন মিয়া বলেন বিআর এস খতিয়ান ৫১২ দাগ নং ১১১৩ এর ৩৬ শতক জমির মধ্যে জসিমউদদীনের ওয়ারিস বাবুল হোসেনের ১ শতক ও জসিরন এবং ছকিনার কাছ থেকে ১ শতক এবং সুলতানের ওয়ারিস জাহিদুল এবং সহিদুল এর কাছ থেকে ২ শতক মোট ৪ শতক জমি ক্রয় করি। কিন্তু মিন্টু মিয়া তার নানার সম্পত্তির তার মায়ের অংশের ১১১৩ দাগের ১০ শতক জমি আখিফুল ইসলাম নামে এক ব্যাক্তির কাছে বিক্রি করে, যাহার দলিল নং ১৭১১ এর পরও ওই জমি বেদখল করার পায়তারা করছেন। এবিষয়ে আখিফুল ইসলাম বলেন ওখানে মিন্টু মিয়ার কোন জমি নাই, জমি দখলের বিষয়ে মিন্টু মিয়া বলেন ওই জমির উপর লালমনিরহাট জজ আদালতে একটি মামলা চলমান রয়েছে যাহার মামলা নং ১০৩ মামলা শেষ হলে বোঝা যাবে ওই যায়গায় আমার জমি আছে কিনা। গত ২ মে ২০২৪ খ্রীস্টাব্দে নওদাবাস ইউনিয়ন ভুমি সহকারী আশরাফুল হক বসুনিয়ার তথ্য অনুযায়ী জানা জায় ওই জমির কোন কাগজ দেখাতে পারেনি মিন্টু মিয়া।