লোহাগড়ায় ২১ আগস্টের গ্রেনেড হামলায় শহীদদের স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শেখ মাসুদ পারভেজ , (নড়াইল)প্রতিনিধি: ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে নড়াইলের লোহাগড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ সোমবার লোহাগড়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে কালনা বাজার চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।
এতে সভাপতিত্ব করেন লোহাগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোসাঃ নাজমিন খন্দকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম এ হান্নান রুনু,
লোহাগড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফরিদ শেখের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন নড়াইল জেলা আওয়ামীলীগের সহসভাপতি আজাদ রহমান, লোহাগড়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আশরাফুল আলম, সাধারণ সম্পাদক মোঃ নজরুল শিকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, কাশিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান,কোটাকোল ইউনিয়ন চেয়ারম্যান হাসান আল মামুদ, জয়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম সুমন, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সজীব মুসল্লী প্রমুখ।
লোহাগড়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল শিকদার বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলায় খুনিদের মুল লক্ষ্য ছিল বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যা করা। আল্লাহর রহমত ও মানুষের অশেষ ভালোবাসার কারণে তিনি প্রাণে বেঁচে যান। কিন্তু নারী নেত্রী আইভি রহমানসহ অনেককে আমরা হারিয়েছি।
এ সময় লোহাগড়া ইউপি সদস্য মোঃ রতন শেখ, মহিলা ইউপি সদস্য মোসাঃ রেক্সোনা বেগম, মহিলা ইউপি সদস্য মোসাঃ রিনা বেগমসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ সহযোগি সংগঠনের নেতারা ও বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে শহীদ সকল নেতাকর্মীর রুহের মাগফিরাত কামনা ও আহত সকলের প্রতি সহমর্মিতা জানিয়ে দোয়া মোনাজাত করা হয়।