1. dailybogratimes@gmail.com : admin :
লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবীতে বিক্ষুব্ধ নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ   - Daily Bogra Times
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
দৈনিক চাঁদনী বাজার পত্রিকার ৩৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা আলু তুলতে গিয়ে বজ্রপাতে এক নারীর মৃত্যু বগুড়ার শেরপুরে বিদ্যুতায়িত ৩ রাজমিস্ত্রির অবস্থা আশঙ্কাজনক বগুড়ার শেরপুরে অটোরিক্সা ছিনতাই পাবনায় ২৪ ঘন্টায় গ্রেফতার- ৯ আইসো বাহে চর বাছাই স্লোগানে মুখরিত কুড়িগ্রামের চরাঞ্চলে মানববন্ধন ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে ছাত্র ইউনিয়ন বগুড়া জেলার ৩৪ তম জেলা সম্মেলন অনুষ্ঠিত গাবতলী প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ কিছু করতে পারবে না- ডাঃ মিজানুর রহমান আজহারী লালমনিরহাট হাতীবান্ধায় কৃষি মেলা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত 

লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবীতে বিক্ষুব্ধ নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ  

শেখ মাসুদ পারভেজ শামীম (নড়াইল)
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫ Time View
লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবীতে বিক্ষুব্ধ নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ  
print news

শেখ মাসুদ পারভেজ শামীম (নড়াইল) : নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট সদ্য ঘোষিত কমিটিকে অবৈধ দাবী করে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার  (১১ ফেব্রুয়ারী) বেলা ১১ টার দিকে লোহাগড়া শহরের কুন্দশী চৌরাস্তা এলাকা থেকে প্রায় দু’সহস্রাধিক বিএনপির নেতা কর্মী ও সমর্থকরা একটি বিরাট বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি লোহাগড়া বাজারসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে এসে শেষ হয়। 

পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপি মো : সাচ্চু মিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, এস এম শাহিন বিপ্লব, কৃষক দলের নেতা এনামুল কবীর চন্দন ও  নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী তাইবুল হাসানসহ প্রমূখ।

সমাবেশ থেকে বক্তারা বলেন,  বিগত ২০২৪ সালের ২৬ অক্টোবর লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ওই সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে যে সব নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছিল, তাদেরকে সদ্য  ঘোষিত কমিটিতে রাখা হয় নাই। শুধু তাই নয়, 

টাকার বিনিময়ে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে উপজেলা ও  পৌর বিএনপির  কমিটি গঠন করা হয়েছে। তাই আমরা উপজেলা ও পৌর বিএনপির সকল নেতা-কর্মী ও সমর্থকরা উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের জোর দাবী জানাচ্ছি। 

বিএনপির নেতৃবৃন্দ আরও অভিযোগ করে বলেন, ‘ বর্তমান নেতৃবৃন্দের  রাজনৈতিক দূরদর্শিতার অভাব এবং  টাকার বিনিময়ে সদ্য ঘোষিত কমিটিতে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঠাঁই দেওয়া হয়েছে। দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের বর্তমান নেতৃবৃন্দ কোন মূল্যায়নই করেন নাই। আমরা এই ঘটনায় বিস্মিত হয়েছি এবং অবিলম্বে সদ্য ঘোষিত উপজেলা ও পৌর বিএনপির কমিটি বাতিলের জোর দাবি জানাচ্ছি। 

সমাবেশ চলাকালে বিএনপি’র বিক্ষুব্ধ নেতাকর্মীরা লোহাগড়া-যশোর মহাসড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে। পরে পুলিশ প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। 

এসব অভিযোগের বিষয়ে জানতে লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু বলেন, ‘সাংগঠনিক নিয়ম কানুন মেনেই কমিটি ঘোষণা করা হয়েছে। দলের ত্যাগী ও পরীক্ষিত নেতৃবৃন্দকে মূল্যায়ন করা হয়েছে। টাকার বিনিময়ে কোন নেতাকে কমিটিতে রাখা হয় নাই। আর পতিত আওয়ামী লীগের কোন নেতাকর্মীকে কমিটিতে রাখা হয় নাই বলে ওই নেতার দাবী।  

লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ ও সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু তাদের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, কমিটি অবৈধ না। সম্মেলনের পর উপজেলা ও পৌর বিএনপি’র কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে। কমিটিতে যোগ্য ও  ত্যাগী নেতা-কর্মীদের রাখা হয়েছে। 

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews