মহিউদ্দিন শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়া শাজাহানপুরে জিয়া সাইবার ফোর্সের শাজাহানপুর উপজেলা কমিটিকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) বিকাল ৫ ঘটিকায় শাজাহানপুর উপজেলা বিএনপির পার্টি অফিসে উপজেলা জিয়া সাইবার ফোর্সের কমিটিকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠানে শাজাহানপুর উপজেলা জিয়া সাইবার ফোর্স এর সভাপতি মিশকাত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম। তিনি বলেন,অনলাইন এবং অফলাইনে সমস্ত গুজব প্রতিহত করবে জিয়া সাইবার ফোর্স।শাজাহানপুর উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক আসিফ শাহরিয়ারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্সের সিনিয়র সহ-সভাপতি সাগর হোসেন,শাজাহানপুর উপজেলা জিয়া সাইবার ফোর্সের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন,শাজাহানপুর উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক সম্পাদক মিরাজ মোহন।
উক্ত আলোচনা ও মতবিনিময় সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন,দেশব্যাপী বিএনপির ডিজিটাল কানেকশন তৈরী করার জন্য কাজ করছে এই সংগঠন। এটি একটি অনলাইন মিডিয়া ও জনকল্যাণমুখী সংগঠন। এই সংগঠন অনলাইন ও অফলাইনে গুজব প্রতিরোধ,তথ্যপ্রযুক্তির মাধ্যমে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবে।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,সাগর মির্জা,জেমী আক্তার,জিহাদ,সোহানুর,তানভীর,সাব্বির,তাহমিদ,মেহেদী হাসান প্রমুখ।
ছবি ক্যাপশন-প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম।