1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
শীতের কুমড়ো বড়ি তৈরী করে স্বাবলম্বী ৮নারী উদ্যোক্তা » Daily Bogra Times
Logo বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধায় জামায়াতের সঙ্গে বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া পর্যটকদের সেন্টমার্টিন যেতে লাগবে ট্রাভেল পাস! বগুড়ার নন্দীগ্রামে মেশিনের ফিতায় জড়িয়ে যুবকের মিত্যু পাবনায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-শ্বশুর-শাশুড়ি পলাতক নাটোরের বড়াইগ্রামে বিএনপির ২ পক্ষের সংঘর্ষে আহত- ১০ পাবনায় ইজিবাইক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত ২  গাবতলীতে কারের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে চালকের মৃত্যু যশোরের শার্শায় পুরোদমে চলছে আমন ধান কাটা ও মাড়াই ভূরুঙ্গামারীতে ভটভটির ধাক্কায় প্রতিবন্ধী কিশোরের মৃত্যু বগুড়ায় মুক্তিপণ দিতে না পারায়, শিশুর লাশ মিলল পুকুরে বগুড়ায় স্ত্রীর ওপর অভিমানে না ফেরার দেশে স্বামী পাঁচবিবিতে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত  ঘোড়াঘাটে কার্ভাড ভ্যানের চাপায় ভ্যান চালকের মৃত্যু, আহত ২ নাটোরের সিংড়ায় গণশৌচাগার উদ্বোধন  নওগাঁয় প্রকাশ্যে কুপিয়ে একজনকে হত্যা

শীতের কুমড়ো বড়ি তৈরী করে স্বাবলম্বী ৮নারী উদ্যোক্তা

মোঃ মোতালেব হোসেন-
  • সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
শীতের কুমড়ো বড়ি তৈরী করে স্বাবলম্বী ৮নারী উদ্যোক্তা
print news

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
গ্রামের ভেতর দিয়ে রাস্তা। সেই রাস্তার দুই পাশে ছোট ছোট
টিনের চালায় রোদে শুকানো হচ্ছে হলুদ সরসে রঙের কুমড়ো
বড়ি। বাড়ির উঠানে বসে মেয়েরা তৈরী করছে এসব কুমড়ো
বড়ি। রাতে ভেজানো ডাল মেশিনে ভাঙিয়ে সেই ডালে পানি,
কালো জিরা ও অন্যান্য মসলা মিশিয়ে মাখিয়ে নিচ্ছেন। কেউ
কেউ টিনের চালে গুটি গুটি করে কুমড়ো বড়ি দিচ্ছেন।
মেয়েদের কুমড়ো বড়ি তৈরীর এমন দৃশ্য নাটোরের সিংড়া
উপজেলার কলম ইউনিয়নের পুন্ডরী গ্রামের। এ গ্রামের ৮ জন
নারী উদ্যোক্তা বাণিজ্যিক ভাবে কুমড়ো বড়ি তৈরী করছেন
প্রায় ৫ থেকে ৬ বছর ধরে। শীতের ৪ থেকে ৫ মাস কুমড়ো বড়ি
তৈরী করে সংসারের বাড়তি আয় করছেন তারা।
নারী উদ্যোক্তারা বলছেন, সব খরচ বাদে মৌসুমে এক লাখ থেকে
দেড় লাখ টাকা আয় হয় তাদের। এতে অনেকের সংসারে ফিরেছে
স্বচ্ছলতা। বদলে গেছে একসময়ের অভাব-অনাটন সংসারের
হালচিত্র।

সরেজমিনে পুন্ডরী গ্রামে গিয়ে দেখা যায়, বাড়ির উঠানে
বসে কুমড়ো বড়ি তৈরীর কাজে ব্যস্ত সময় পার করছেন নারীরা।
সাধারনত কার্তিক মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত ছোট বড়
সব বয়সি নারীরাই এ কাজে ব্যস্ত সময় পার করেন।
পুন্ডরী গ্রামের প্রথম নারী উদ্যোক্তা রাশেদা বেগম জানান, তার
বাবার বাড়ি পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল এলাকায়।
সেখান থেকেই কুমড়ো বড়ি তৈরীর কাজ শিখেছেন তিনি।

বিয়ের পর স্বামীর সংসারের অভাব দেখা দিলে কুমড়ো বড়ি তৈরী
করে বিক্রির কথা ভাবেন। প্রথমত অল্প পরিমান কুমড়ো বড়ি তৈরী
করে বাজারে বিক্রয় করা শুরু করেন তিনি। তাতে লাভবান হওয়ায়
স্বমীর সহযোগিতায় বাণিজ্যিক ভাবে শুরু করেন রাশেদা
বেগম। রাশেদা বেগমের সফলতা দেখে এ গ্রামের নারীরা উদ্ধুদ্ধ
হয়ে তারাও বাণিজ্যিক ভাবে কুমড়োবড়ি তৈরী করা শুরু করেন।
রাশেদা বেগম ছাড়াও এই পুন্ডরী গ্রামের নুরজাহান বেগম,
আলেয়া বেগম ও কাজলী বেগম সহ ৮ নারী উদ্যোক্তা এখন
কুমড়োবড়ি তৈরী করে সংসারের বাড়তি আয় করছেন।
প্রতিদিন গড়ে প্রায় ২শ কেজি থেকে আড়াইশ কেজির
কুমড়ো বড়ি তৈরী করছেন এ গ্রামের নারী উদ্যোক্তারা। এর
মধ্যে রাশেদা বেগম একাই করেন ৫০ থেকে ৬০ কেজির কুমড়ো
বড়ি তৈরীর কাজ।

নারী উদ্যোক্তারা জানায়, ডালের সাথে কালো জিরা, সয়াবিন
সহ নানা রকম উপকরন মিশিয়ে কুমড়োবড়ি তৈরী করা হয়। প্রতি
কেজি কুমড়ো বড়ি তৈরী করতে তাদের খরচ হয় ৯৫ থেকে ১০০
টাকা। বাজারে পাইকারী বিক্রি হয় ১৩০ থেকে ৩৫ টাকা আর
খুচরা বিক্রি হয় ১৫০ থেকে ১৬০ টাকা কেজি দরে। এতে খরচ
বাদে প্রতি কেজিতে লাভ হয় ৩০ থেকে ৫০ টাকা।
সিংড়া বাজারের কাঁচা ব্যবসায়ি শফিকুল ইসলাম জানান,
পুন্ডরী গ্রামের নারী উদ্যোক্তাদের হাতে তৈরী করা কুমড়ো বড়ি
খেতে ভালো লাগে বলে বাজারে এ বড়ির চাহিদা বাড়ছে।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল
ইসলাম বলেন, বাঙালির খাদ্য তালিকায় কুমড়ো বড়ি বেশ
জনপ্রিয়। উন্নতবাজার ব্যবস্থা ও কারিগরি সহযোগিতা পেলে

গ্রামের নারী উদ্যোক্তারা আরো বেশি উৎসাহী হয়ে এই কাজে
আত্মনিয়োগ করবে।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews