শেখ হাসিনার পদত্যাগ ছাড়া কোন নির্বাচন হবে নাঃ বগুড়ায় রিজভী।
শেখ হাসিনার পদত্যাগ ছাড়া কোন নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার ১৭ জুলাই, রাত সোয়া দশটার দিকে বগড়ায় বিএনপির দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, শেখ হাসিনা ২০১৪ ও ২০১৮ সালে প্রহসনের নির্বাচন করেছেন তা এখন গোটা বিশ্ব জানে। এজন্য গোটা বিশ্ব সোচ্চার হয়েছে। তাই তিনি সব তালগোল পাকিয়ে ফেলেছেন। যেখানে শুধু ঘোষণার নির্বাচন হয়, জনগণের ভোটের নির্বাচন হয় না সেখানে কোন সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তাই এক দফার আন্দোলন চলছে, চলবে। তারা হয়তো আমাদের আরও হত্যা করবে, আরও রক্ত ঝরাবে তারপরেও শেখ হাসিনার পদত্যাগ ছাড়া কোন নির্বাচন হবে না এবং নির্বাচন হবে নির্দলীয় নিরপক্ষে সরকারের অধীনে।
তিনি বলেন, 'আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনি তারা গণতন্ত্র হত্যা করেছে। সব দল বন্ধ করে দিয়ে এক দল করেছে। মানুষের বিন্দু মাত্র মত প্রকাশের অধিকারকে তারা বন্ধ করেছে। শুধুমাত্র ওরাই কথা বলবে আর কেউ কথা বলবে না। নতুন কায়দায় তারা বাকশাল কায়েম করছে।
বগুড়ায় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ প্রসঙ্গে রিজভী বলেন, ' আজকের বগুড়ার তাণ্ডব ভয়াবহ। আজকে বগুড়ার তাণ্ডব নজিরবিহীন তাণ্ডব। শত শত নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। তাদের এখন গ্রেপ্তার আতংক বিরাজ করছে। আজকে বগুড়ায় যে কাপুরুষোচিত নির্যাতন চালিয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং লক্ষীপুরে যে হত্যাকাণ্ড ঘটেছে তার ঘৃণা, ধিক্কার ও তীব্র নিন্দা জানাচ্ছি। বগুড়াসহ সারাদেশে প্রায় দুই হাজার নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে একজন নিহত হয়েছেন এবং প্রায় এক হাজারের অধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। যিনি নিহত হয়েছেন তার আত্মার মাগফেরাত এবং আহতদের আশু সুস্থতা কামনা করছি।'
আগামী কর্মসূচির ব্যাপারে তিনি বলেন, 'নির্দলীয় নিরপেক্ষ সরকার দাবি যদি না মানে তাহলে আমাদের আন্দোলনের তীব্রতা অবশ্যই বাড়বে।তবে সেই আন্দোলনের রূপরেখা কি হবে এটি আমাদের নেতৃবৃন্দ বসে আপনাদের জানানো হবে। তবে আমরা সংগ্রামে এবং আন্দোলনে আছি। আমাদের প্রায় প্রতিদিনই কর্মসূচি চলছে। শীঘ্রই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।'
প্রেস ব্রিফিংয়ে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।