বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় শাহজাদা খান(৫৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে। শুক্রবার সকাল ৯ টার দিকে উপজেলার ছোনকা ফ্লাইওভারের দক্ষিণ পার্শে দিয়ে সে রাস্তা পারাপার হচ্ছিল এ সময়
আলু বোঝাই একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে যায়।
পরে ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ঘটনার স্থলেই শাহজাদা নিহত হয়। তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে এবং নাবিল হোটেলের প্রোডাকশন ম্যানেজার ছিলেন।
শেরপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ ( ওসি) আজিজুল ইসলাম নিহতের ব্যাপারে নিশ্চিত করে বলেন, লাশ পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে ।