1. dailybogratimes@gmail.com : admin :
শেরপুরে ইউএনওর হাত ধরে নূরে মাদিনা হাফিজিয়া কওমি মাদ্রাসায় নতুন খেলার জগৎ - Daily Bogra Times
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
বগুড়ার শেরপুরে ধান ৩৬ ও চাল ৪৯ টাকা, সংগ্রহের প্রস্তুতি সম্পূর্ণ শেরপুরে ইউএনওর হাত ধরে নূরে মাদিনা হাফিজিয়া কওমি মাদ্রাসায় নতুন খেলার জগৎ করতোয়া নদীর তীরে উদ্ধার লাশের পরিচয় শনাক্ত, তদন্তে নতুন মোড় তাপপ্রবাহে বগুড়ার শিক্ষার্থীরা, শ্রেণিকক্ষে অসহ্য গরম বগুড়ার শেরপুরে জুলাই আন্দোলনে আহত ১১ যোদ্ধা, স্বীকৃতি ও সহায়তার অপেক্ষায় বগুড়ার শেরপুরে মানসিক ভারসাম্যহীন তরুণ নিখোঁজ শেরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ বগুড়ায় আলুতে কান্না, ভুট্টা চাষে কৃষকের ঠোঁটে হাসি বগুড়ার শেরপুরে এসআই’র বিরুদ্ধে ঘুষের অভিযোগ, ক্লোসড শেরপুরে রহিমা নওশের আলী ডিগ্রি কলেজে নতুন সভাপতি মাহমুদুল হাসান রনি

শেরপুরে ইউএনওর হাত ধরে নূরে মাদিনা হাফিজিয়া কওমি মাদ্রাসায় নতুন খেলার জগৎ

স্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট সময়ঃ রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৪৪ Time View
শেরপুরে ইউএনওর হাত ধরে নূরে মাদিনা হাফিজিয়া কওমি মাদ্রাসায় নতুন খেলার জগৎ
print news

বগুড়ার শেরপুর উপজেলার সাগরপুর জিরো পয়েন্ট ব্র্যাক সংলগ্ন নূরে মাদিনা হাফিজিয়া কওমি মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের জন্য এক আনন্দঘন মুহূর্ত তৈরি হলো। গত শনিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসার নবনির্মিত খেলনা সামগ্রীর উদ্বোধন করেন।

মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার বিভিন্ন স্তরের দাতা সদস্যবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ডাক্তার মনিরুজ্জামান স্বপন, ডাঃ আ.ন.ম গোলাম হামিম, মনজুরে মাওলা, ডাঃ রাফসানা রিম্মি, মামুনুর রশিদ, ফিরোজ আহমেদ জলিল এবং আলহাজ্ব ইউনুস আলী। এছাড়াও অনুষ্ঠানে, আনোয়ার হোসেন, সাংবাদিক ফরহাদ হোসেন ও মাদ্রাসার পরিচালক মোহাম্মদ হান্নান হোসেন সাগরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইউএনও আশিক খান শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে খেলার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “এই খেলনা সরঞ্জামগুলি শিক্ষার্থীদের কেবল আনন্দই দেবে না, বরং তাদের পড়াশোনার প্রতি মনোযোগ বাড়াতেও সহায়ক হবে।”

WhatsApp Image 2025 04 27 at 8.44.43 AM

উল্লেখ্য, সরকারি বিদ্যালয়গুলোতে বিনামূল্যে খেলনা সরঞ্জাম সরবরাহ করা হলেও, শেরপুরের কোনো কওমি মাদ্রাসায় এই প্রথম ব্যক্তিগত উদ্যোগে এমন সুযোগ সৃষ্টি হলো। অনুষ্ঠানে বক্তারা এই ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, এই খেলনা সামগ্রীর মধ্যে দোলনা ও ঢেঁকির মতো ঐতিহ্যবাহী খেলার উপকরণও রয়েছে, যা শিশুদের লোকসংস্কৃতি সম্পর্কে ধারণা দেবে। নতুন খেলার সামগ্রী পেয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে।

অনুষ্ঠান শেষে আগত অতিথিরা মাদ্রাসার এই প্রশংসনীয় উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও এই ধরনের পদক্ষেপ গ্রহণে উৎসাহিত হবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews