বগুড়ার শেরপুর উপজেলায় খরিফ-১ মৌসুম উপলক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে এই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আশিক খান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে ১ কেজি পাট বীজ, ৫ কেজি এমওপি সার ও ৫ কেজি ডিএপি সার প্রদান করা হয়। এসব বীজ ও সার এক বিঘা জমিতে পাট চাষের জন্য পর্যাপ্ত বলে জানিয়েছেন কর্মকর্তারা।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার ফারজানা আক্তার বলেন, পাট এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। কৃষকদের উৎসাহ দিতে সরকার এই সহায়তা দিচ্ছে, যা পাট উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে।
কৃষি সম্প্রসারণ অফিসার হাবিবা আকতার জানান, কৃষকদের আমরা নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে যাচ্ছি। এই ধরনের প্রণোদনা তাদের মধ্যে নতুন উদ্যম তৈরি করবে।
বিনামূল্যে বীজ ও সার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন কৃষকরা। তারা বলছেন, এতে তাদের খরচ কমবে এবং তারা পাট চাষে আরও মনোযোগী হতে পারবেন।