শেরপুর,বগুড়া প্রতিনিধি:- বগুড়ার শেরপুর উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে 'ফ্রি' মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরন করা হয়েছে ।
রবিবার (২৭ অক্টোবর ) সকাল ১০ টায় শেরপুর শহরের টাউন কলোনি এ জে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সাবেক ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সদস্য মোঃ ফরহাদ হোসেনের উদ্যোগে উপজেলার ৩০০ অসহায় মানুষের মাঝে 'ফ্রি' চিকিৎসা সেবা প্রদান ও ফ্রি ঔষধ বিতরনের ক্যাম্পটি অনুষ্ঠিত হয়েছে।
আয়োজকরা জানান, সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত প্রায় তিন শতাধিক অসহায় মানুষের মাঝে এ সেবা প্রদান করা হয়েছে । এ সময় রোগীদেরকে রক্ত পরীক্ষা, খাবার স্যালাইন বিতরনসহ প্রায় ৫০ ধরনের ওষুধও প্রদান করা হয়। কোন ফি ও ভোগান্তি ছাড়া এ ধরণের চিকিৎসাসেবা পেয়ে খুশি বিভিন্ন এলাকা থেকে আগত রোগীরা।
দিনব্যাপী রোগীদের চিকিৎসা সেবা দেন, সিরাজগঞ্জ এম মনছুর আলী মেডিক্যাল কলেজের অভিজ্ঞ অধ্যাপক ডক্টর অপু বসাক, ও ডাক্তার এসিস্ট্যন্ট মাহবুবুর রহমান সাগর।
উপস্থিত ছিলেন, মোঃ আব্দুর রাজ্জাক, আশিক রহমান (রোমান), মেহেদী হাসান, ফারুক শেখ, এনামুল হক মিঠু, আরিফুর রহমান জীবন, আরিফুর রহমান রাউফন, মোঃ সোহেল রানা, মোঃ শাকিল খন্দকার, মোঃ আলম, মোঃবিপ্লব মোল্লা, মোঃ আজম, মোঃ ইব্রাহিম, মোঃ শামীম, মোঃ শাহাদাত হোসেনসহ প্রমুখ ।
এদিকে, এ সেবা কার্যক্রম অব্যাহত ভাবে চালিয়ে যাওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বৃদ্ধি করার জন্য প্রচেষ্টা চলবে বলে জানান আয়োজকরা ।