বগুড়ার শেরপুর উপজেলায় দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পৃথকভাবে মানববন্ধন ও বিক্ষভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, সাধারন শিক্ষার্থী ও জনতা ।
সোমবার (১০ মার্চ) সকাল ১১ টায় শেরপুর সরকারি কলেজের সামনে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী ছাত্রদল ও একই সময় শহরের বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন ও বিক্ষভ মিছিল করে সাধারন শিক্ষার্থী ও জনতা । মিছিল দুটি গুরুত্তপূর্ণ সড়ক পদক্ষিন করে মানববন্ধনস্থলে এসে শেষ হয় ।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, "আমরা ধর্ষকদের শাস্তি চাই, যাতে কেউ ভবিষ্যতে এমন ঘৃণিত অপরাধ করতে সাহস না পায়। ধর্ষণের শিকার হওয়া নারীরা প্রতিনিয়ত সমাজে হয়রানির শিকার হন, এবং তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।"
এই মানববন্ধন ও বিক্ষভ সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীরা সতর্কবার্তা দিয়ে বলেন, যতদিন পর্যন্ত ধর্ষকদের শাস্তি না পাওয়া যায় এবং নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন, হেনস্তা, নিরাপত্তা নিশ্চিত না হয়। তারা তাদের আন্দোলন চলিয়ে যাবেন ।