বগুড়ার শেরপুরে চুরি হওয়ার এক দিন পরই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সাথে জরিত রফিক কে গ্রেপ্তার। সে মৃত নুরুল ইসলাম ছেলে। তার বাড়ী কিশোরগঞ্জ জেলার, করিমগঞ্জ উপজেলার লাতলী(গলবাড়ী) গ্রামে।
মামলা সুত্রে জানা যায়, বাদী গত সোমবার (৩ মার্চ) শেরপুর শহরের কোর্টপাড়া বাসস্ট্যান্ড এলাকায় আহলে হাদিস মসজিদের সামনে মোটরসাইকেল রেখে নামাজ আদায় করার জন্য যান। ফজরের নামাজ আদায় শেষে দেখেন, তার রেখে যাওয়া স্থানে মোটরসাইকেল নেই। পরে সে তার চুরি যাওয়া মোটর সাইকেলটি খোঁজাখুজি করে না পেলে থানায় এসে মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মইনুল ইসলাম, তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে মঙ্গলবার (৪ মার্চ) রাত ১ টা ১৫ এর দিকে শহরের ধুনট মোড় সিএনজি ষ্ট্যান্ড হতে চুরি যাওয়া মোটরসাইকেলসহ রফিক কে আটক করে এবং অন্যান্য আসামী পালিয়ে যায়। সে আন্তঃজেলা চোর দলের সক্রিয় সদস্য ও দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে মোটর সাইকেল চুরির সাথে জরিত।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, আসামিকে আটকের পর তদন্ত শেষে আদলতে প্রেরন করা হয়েছে।