1. dailybogratimes@gmail.com : admin :
শেরপুরে ২০ হাজার মানুষের দাবী ফ্লাইওভার, নির্মাণ হচ্ছে ফুট-ওভারব্রিজ! - Daily Bogra Times
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

শেরপুরে ২০ হাজার মানুষের দাবী ফ্লাইওভার, নির্মাণ হচ্ছে ফুট-ওভারব্রিজ!

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
  • আপডেট সময়ঃ বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪ Time View
শেরপুরে ২০ হাজার মানুষের দাবী ফ্লাইওভার, নির্মাণ হচ্ছে ফুট-ওভারব্রিজ!
print news

বগুড়ার শেরপুর উপজেলায় প্রায় ২০ হাজার মানুষের দীর্ঘদিনের দাবী একটি ফ্লাইওভার নির্মাণের। শহরের ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনট মোড় থেকে হাজিপুর মডেল মসজিদ পর্যন্ত যানজট নিরসন ও নিরাপদ চলাচলের লক্ষ্যে স্থানীয় বাসিন্দারা বারবার ফ্লাইওভার নির্মাণের দাবি জানিয়ে আসছেন

তবে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ফ্লাইওভার নির্মাণের পরিবর্তে ফুট-ওভারব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। এরই প্রেক্ষিতে শহরের বাসস্ট্যান্ড এলাকায় নির্মাণ হচ্ছে একটি ফুট-ওভারব্রিজ। এতে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, শহরের প্রধান সড়কে প্রতিদিন প্রচুর যানবাহন চলাচল করে এবং ব্যস্ত সময়ে যানজট তীব্র আকার ধারণ করে। বিশেষ করে শিক্ষার্থী, কর্মজীবী ও সাধারণ পথচারীদের জন্য রাস্তা পারাপার ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তারা মনে করেন, শুধুমাত্র ফুট-ওভারব্রিজ নির্মাণ করলে এই সমস্যা পুরোপুরি সমাধান হবে না।

এদিকে, গত (১২ ফেব্রুয়ারি ২০২৫) তারিখে বগুড়া-৫ ও ৬ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মো. সিরাজ সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও SASEC প্রকল্প-২ এর প্রকল্প পরিচালক ড. এমডি ওয়াজিউর রহমানের সাথে সাক্ষাৎ করেন। এ সময় সাসেক প্রকল্পের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তিনি ফ্লাইওভার নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
সাসেক প্রকল্পের কর্মকর্তারা জানান, শেরপুর শহরের প্রয়োজনীয়তা বিবেচনায় প্রাথমিক নকশায় ফ্লাইওভার অন্তর্ভুক্ত ছিল। তবে স্থানীয় তৎকালীন সরকারদলীয় রাজনৈতিক নেতা ও ব্যবসায়ী সমিতির নেতাদের চাপে সেটি বাতিল করা হয়। এখন ফ্লাইওভার নির্মাণের জন্য অর্থ বরাদ্দসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে।

স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম বলেন, “ফ্লাইওভার না থাকলে যানজটের ভোগান্তি কমবে না। আমরা চাই স্থায়ী সমাধান।”

অপর এক বাসিন্দা শারমিন আক্তার বলেন, “আমাদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রশাসনকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

এলাকাবাসীরা জানান, শুধুমাত্র ফুট-ওভারব্রিজ দিয়ে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। ফ্লাইওভার নির্মাণের জন্য তারা পুনরায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন এবং বড় পরিসরে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুনির্দিষ্ট সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন শেরপুরের বাসিন্দারা।

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান জানান, “আমরা জনগণের দাবির বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছি। ফ্লাইওভার নির্মাণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হয়েছে। তবে আপাতত একটি ফুট-ওভারব্রিজ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে যাতে পথচারীরা নিরাপদে রাস্তা পার হতে পারেন।”

এর আগে, (০১ ফেব্রুয়ারি) শেরপুর শহরের ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনট রোড মোড় বাসস্ট্যান্ড থেকে হাজীপুর পর্যন্ত (দুই কিলোমিটার) ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসনের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে ২০ হাজার মানুষের ‘গণস্বাক্ষর স্মারকলিপি’ প্রদান করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান’র নিকট।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews