1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
সব সম্পত্তি ওয়াক্ফ করে দেওয়া কি জায়েজ ? » Daily Bogra Times
Logo বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
নওগাঁর আলোচিত ও চাঞ্চল্যকর সুমন হত্যার মূল আসামি বুলবুল গ্রেফতার মান্দায় সশস্ত্র বাহিনী দিবস পালিত  ঘোড়াঘাট ৬ হাজার ৫০০ জনের মাঝে সার ও বীজ বিতরন মহাদেবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির গাছপালা কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ পাঁচবিবিতে আইডিএ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে বিদায় ও বরন অনুষ্ঠিত সাপাহারে  স্মার্ট  প্রকল্প ও কর্মকর্তাদর পরিচিতি সভা অনুষ্ঠিত  রংপুরে ৩.১ মাত্রার ভূমিকম্প অনুভূত নির্বাচন কমিশনের প্রধান হলেন নাসির উদ্দীন হিমালয়-কাঞ্চনজঙ্ঘার প্রভাবে পঞ্চগড়ে তাপমাত্রা ১৪ ডিগ্রিতে বগুড়ার শাজাহানপুরে বাসের ধাক্কায় প্রান গেলো রকি’র সাপাহারে  স্মার্ট  প্রকল্প ও কর্মকর্তাদর পরিচিতি সভা অনুষ্ঠিত  সিংড়ায় ইউপি চেয়ারম্যান নারীসহ জনতারহাতে আটক ফুলবাড়ীতে পরিবেশ বান্ধব পন্য উৎপাদন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন কাজিপুরে সেনা অভিযানে এক লক্ষ টাকার যৌন উত্তেজক ও নেশাজাতীয় ওধুষ জব্দ ভারত থেকে ফিরে এলেন পাচারের শিকার ২৪ জন

সব সম্পত্তি ওয়াক্ফ করে দেওয়া কি জায়েজ ?

নিউজ ডেস্কঃ-
  • শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
সব সম্পত্তি ওয়াক্ফ করে দেওয়া কি জায়েজ ?
print news

প্রশ্ন: আমার বাবার এক বন্ধু বড় বিত্তশালী। ধর্ম-কর্ম পালনে খুব সচেষ্ট

দ্বীন-দরদি ও শিক্ষানুরাগী। তিনি বিয়ে-শাদি করেননি। বয়স ষাটের কাছাকাছি। তার বাবা-মা কেউ বেঁচে নেই। ভাইবোনও নেই। আত্মীয় বলতে আছে শুধু দুই চাচা, এক ফুফু, এক মামা ও এক খালা।

নিকটাত্মীয় কেউ না থাকায় তিনি অসিয়ত করেছেন, মৃত্যুর পর তার সব সম্পত্তি যেন তার গ্রামের মাদরাসার জন্য ওয়াক্ফ করে দেওয়া হয়।

জানার বিষয় হলো, তার অসিয়তটি কী শুদ্ধ হয়েছে বিভিন্নজন বলছেন, এক তৃতীয়াংশের বেশি অসিয়ত করা জায়েজ নেই।

বিষয়টি সঠিকভাবে জানানোর অনুরোধ রইল।

উত্তর: অসিয়তের ব্যাপারে শরিয়তের কিছু মূলনীতি আছে। তার একটি হলো অসিয়তকারীর যদি কোনো ওয়ারিশ থাকে, তাহলে সে তার মালিকানাধীন এক তৃতীয়াংশ সম্পদের ক্ষেত্রেই কেবল অসিয়ত সীমিত রাখবে। এরচেয়ে বেশি অসিয়ত করবে না।

সাহাবি সাদ ইবনে আবি ওয়াক্কাস (রা.) বলেন, একবার আমি অসুস্থ হলাম তখন নবী (সা.) আমাকে দেখতে আসলেন। আমি বললাম, হে আল্লাহর রাসুল! …আমি অসিয়ত করে যেতে চাচ্ছি! আমার শুধু একটি মেয়ে আছে। সুতরাং আমি কি আমার অর্ধেক সম্পদের অসিয়ত করতে পারবো আল্লাহর রাসুল বললেন, অর্ধেক তো অনেক! আমি তখন বললাম, তাহলে এক তৃতীয়াংশ আল্লাহর রাসুল বললেন এক তৃতীয়াংশ হতে পারে, তবে এক তৃতীয়াংশও কম না! তিনি বলেন, এরপর মানুষ এক তৃতীয়াংশ অসিয়ত করতে লাগল, আর তা বৈধ হল। (বুখারি, হাদিস ২৭৪৪)

উল্লেখ্য, ওয়ারিশ বলতে শুধু মা-বাবা, ছেলে-মেয়ে স্ত্রী- এরাই নয়; বরং চাচা-ফুফু, মামা-খালারাও ক্ষেত্রবিশেষে ওয়ারিশ হয়ে থাকেন। তাই এই প্রকারের কোনো ওয়ারিশ জীবিত থাকাকালীন এক তৃতীয়াংশের বেশি অসিয়ত করলে, তার অনুমোদন ছাড়া সেটা কার্যকর হবে না।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে ওই ব্যক্তি মারা যাওয়ার পর তার ওয়ারিশ হিসেবে যারা জীবিত থাকবে, তাদের অনুমোদন ছাড়া তার সম্পত্তির এক তৃতীয়াংশের অতিরিক্তের ক্ষেত্রে অসিয়ত কার্যকর হবে না।

(সূত্র উমদাতুল কারি ১৪৩৫; ফাতহুল কাদির ৭৩৫২; কিতাবুল আছল ৫৪২৯; রদ্দুল মুহতার ৪৩৯৮; ইলাউস সুনান ১৮৩১২)

প্রশ্নটি করেছেন- রফিক সওদাগর, উত্তরখান, ঢাকা

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews