1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
সময় আছে এখনো সেফ এক্সিট নিতে পারেন- মির্জা ফখরুল » Daily Bogra Times
Logo বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৫:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাংলাবান্ধা দিয়ে আসছে ভারতীয় ১০০ টন চাল, কমবে দাম সোনাহাট স্থলবন্দরে আমদানি রফতানি কারক সমিতির আহ্বায়ক কমিটি গঠন পাবনায় নিখোঁজের একমাসেও সন্ধান মেলেনি শিশু তামিমের ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশ রাষ্ট্র পরিগঠন করলেই কেবল আলিফের শাহাদাত অর্থবহ হয়ে উঠবে : মাহফুজ আলম ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল চট্টগ্রাম সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখ্রুলের ফখরুল দুর্ঘটনায় হাসনাত-সারজিসের গাড়ী দুমড়ে-মুচড়ে গেল সারিয়াকান্দিতে সমবায়ীদের নিয়ে যৌথ সভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত আবারও বিয়ে করলেন সিদ্ধার্থ-অদিতি হারের জন্য স্পিনারদেরও কাঠগড়ায় তুললেন ফাহিম এবাত ইসকন নিষিদ্ধে ১০ আইনজীবীর লিগ্যাল নোটিশ ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল যারা হিন্দু-মুসলিম বিভাজন তৈরি করবে, তারা ইতিহাস থেকে হারিয়ে যাবে আইনজীবী হত্যা : ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের দাবি

সময় আছে এখনো সেফ এক্সিট নিতে পারেন- মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ
  • বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
সময় আছে এখনো সেফ এক্সিট নিতে পারেন- মির্জা ফখরুল
print news

সময় আছে এখনো সেফ এক্সিট নিতে পারেন- মির্জা ফখরুল

ঢাকা ডেস্ক:  ক্ষমতাসীন আওয়ামী লীগের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সময় আছে এখনো সেইফলি এক্সিট নিতে পারেন। চলে যান পদত্যাগ করে। এবং নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দেন। নতুন একটা নির্বাচন কমিশন করে, নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। আর এটাই হচ্ছে জনগণের দাবি।

আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ঢাকা রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘গণতন্ত্র রক্ষা ও এক দফা দাবি আদায়ে মরহুম সাইফুদ্দিন আহমেদ মনির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

আলোচনা সভাটির আয়োজন করে জাতীয়তাবাদী সমমানা জোট। ৫২ বছর পরেও দেশের নির্বাচন ব্যবস্থাকে ঠিক করার জন্য সংগ্রাম করতে হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভোট দিতে পারব কি পারব না তার জন্য লড়াই করতে হচ্ছে। তবে দুর্ভাগ্য আমাদের, আওয়ামী লীগের নেতাকর্মীদের থেকে এমন সব কথাবার্তা আসে। শুনলে আপনি বুঝতে পারবেন যে, তারা বোঝায় দেশটা তাদের পৈত্রিক সম্পত্তি এবং এটা একজনেরই সম্পত্তি। তাদের বক্তব্যে আপনি বুঝবেন, আরে এটাতো আমার সম্পত্তি  তুমি এখানে কোথা থেকে আসলে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বললেন উনি আমাদের শেষ বার্তা দিয়ে দিয়েছেন। আগামী নির্বাচনে নির্বাচনকালীন সরকার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন। এবং আবারো নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়ে আসবেন। উনি যদি এটি মনে করেন, তাহলে নির্বাচনের তো কোনো প্রয়োজনই নেই। আর এ টিই উনারা চাচ্ছেন। বিরোধী দলদের যে নির্বাচনে আসতে দিতে তারা চাচ্ছেন না এর কারণ হচ্ছে তারা খালি মাঠে গোল দিতে চান।  

ওবায়দুল কাদেরের প্রতি প্রশ্ন রেখে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনারা যে নির্বাচনের বিষয়ে কথা বলছেন, এটা কি জনগণের কথা? আমি বলব এটার জনগণের কথা নয়। কারণ জনগণের ভাষাও আপনারা কোনদিন বুঝতে চাননি। আওয়ামী লীগে একটা দল যারা সবসময় জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। পাশাপাশি আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সংবিধানের বিষয়ে সবচেয়ে বেশি প্রতারণা করেছেন।

কেয়ারটেকারের অধীনের দেশে যে চারটা নির্বাচন হয়েছে সেই ভোট সুষ্ঠু হয়েছে বলে দেশের মানুষ মনে করে এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি, তাতে দুর্ভাগ্যজনক একটা বিষয়ের প্রতিষ্ঠা পেয়েছে। যেখানে একটা রাজনৈতিক দল অপর আরেক রাজনৈতিক দলকে বিশ্বাস করে না, ট্রাস্ট নেই। যে কারণে স্বাধীনতার এত বছর পরেও আমাদের এখনো ভোটের অধিকারের জন্য লড়াই করতে হচ্ছে। কই এই লড়াই তো ভারতে হয় না। এমনকি পাকিস্তানও নির্বাচনের বিষয়ে একটা সিস্টেম লক করে ফেলেছে, যে তাদের ওখানে নির্বাচনটা সুষ্ঠু হবে। কারণ তাদের ওখানে কেয়ারটেকারের মত সিস্টেম আছে। নেপালও তাদের নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু করেছে।

আমার প্রশ্ন দক্ষিণ এশিয়ার সকল দেশ সুষ্ঠু নির্বাচন করতে পারলে আমরা কেন পারছিনা? কারণ আমরা পারছিনা শুধু আওয়ামী লীগের কারণে।

মির্জা ফখরুল বলেন, প্রতিটা রাজনৈতিক দলই বলছেন এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাহলে কেন তারা জোর করে বসে আছেন, যে সরকারের অধীনে নির্বাচন হতে হবে। কারণ তারা জানেন নির্বাচন যদি নিরপেক্ষ সরকারের অধীনে হয় তাহলে তারা ক্ষমতায় আসতে পারবেনা। আর ক্ষমতা না আসতে পারলে তাদের যে প্রবলেম, তারা বহুৎ লুটপাট করেছে, দেশকে শেষ করে দিয়েছে একেবারে। সেখানে তো তাদের জবাবদিহিতা করতে হবে।

বিএনপির প্রতিটি সমাবেশে মানুষের ঢল নামছে। সমুদ্রের ঢেউয়ের মতন মানুষ আসছে। আপনারা সবাই নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমরা সচেতনভাবে এ খন পর্যন্ত কোন ধরনের সংঘাত পূর্ণ কর্মসূচি দেইনি। আমরা আশা করব সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। এর মধ্যেই তারা পদত্যাগ করবেন। এবং নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা তুলে দেবেন। দেশকে একটা সংকটের হাত থেকে উদ্ধার করবেন। এটা যে শুধু বিএনপি চাই এমনটা না। এটা আন্তর্জাতিক বিশ্বও চায়। যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা সবাই চায়।

এখন এটা খুব পরিষ্কার আওয়ামী লীগের কোথাও কোনো অস্তিত্ব নাই। তাদের পায়ের তলের মাটি নেই। এখনো সময় আছে আপনারা দয়া করে পদত্যাগ করেন।

ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনির কথা স্মরণ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এত তাড়াতাড়ি তিনি চলে যাবেন আমি কখনো ভাবিনি। তিনি কখনো অর্থ সম্পদ নিয়ে চিন্তা করেন নাই। তার কোন পরিবার ছিল না। তার স্ত্রী সন্তান ও ছিলেন না। দে শের মানুষের কিভাবে উন্নয়ন হবে, কিভাবে স্বৈরাচার শাসকের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করার চিন্তা করেছিলেন। আমরা যারা দেশের জন্য কাজ করি, তারা সবাই সাইফুদ্দিন মনিকে মনে রাখবো। কারন সে মনে রাখার মতন একজন মানুষ। তিনি ত্যাগী, নির্লোভ এবং দেশপ্রেমী একজন মানুষ।

আলোচনা সভটির সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়কারী ও ন্যাশনাল পিপলস পার্টির (এপিপি ) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews