1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
সাঁথিয়ায় অগ্নিনির্বাপক যন্ত্রের বিস্ফোরণে সিভিল ডিফেন্সের গাড়িচালকের মৃত্যু » Daily Bogra Times
Logo বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৫:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ায় মুক্তিপণ দিতে না পারায়, শিশুর লাশ মিলল পুকুরে বগুড়ায় স্ত্রীর ওপর অভিমানে না ফেরার দেশে স্বামী পাঁচবিবিতে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত  ঘোড়াঘাটে কার্ভাড ভ্যানের চাপায় ভ্যান চালকের মৃত্যু, আহত ২ নাটোরের সিংড়ায় গণশৌচাগার উদ্বোধন  নওগাঁয় প্রকাশ্যে কুপিয়ে একজনকে হত্যা পাঁচবিবিতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত  সুন্দরগঞ্জে বয়স লুকিয়ে পিয়ন পদে চাকুরি এখন বিপদে পড়েছেন নিজেই রাজনৈতিক দলের বিচারের সুপারিশ করতে পারবে অপরাধ ট্রাইব্যুনাল সাঁথিয়ায় অগ্নিনির্বাপক যন্ত্রের বিস্ফোরণে সিভিল ডিফেন্সের গাড়িচালকের মৃত্যু রাণীনগরে পাকা সড়কে একটি বড়গর্ত হওয়ায় কারণে যানচলাচলের চরম দূর্ভোগ জয়পুরহাটে ২১ দফা দাবিতে কনজুমার এসোসিয়েশনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের চার দিন মরাদেহ উদ্ধার ফুলবাড়ীতে মেয়েশিশুদের আত্মরক্ষামূলক ক্যারাতে প্রশিক্ষণ সম্পন্ন ৪০ টাকা কেজি আলু বিক্রি শুরু টিসিবির

সাঁথিয়ায় অগ্নিনির্বাপক যন্ত্রের বিস্ফোরণে সিভিল ডিফেন্সের গাড়িচালকের মৃত্যু

মনসুর আলম খোকন,
  • বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
সাঁথিয়ায় অগ্নিনির্বাপক যন্ত্রের বিস্ফোরণে সিভিল ডিফেন্সের গাড়িচালকের মৃত্যু
print news

সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলাধীন কাশীনাথপুরে অগ্নিনির্বাপক যন্ত্রের বিস্ফোরণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের গাড়িচালক আব্দুর রাজ্জাকের (৩৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার কাশীনাথপুর বাজারের পাশে এই দুর্ঘটনা   ঘটে। 

নিহত আব্দুর রাজ্জাক সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী শেলা চাপড়ি গ্রামের আ: সালাম মোল্লার ছেলে। তিনি কাশিনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের গাড়িচালক ছিলেন। আহত জব্বার আলীর (২৫) বাড়ি নীলফামারী জেলায়। তিনি কাশিনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনে বাবুর্চি হিসেবে কাজ করেন। 

কাশিনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসান আলী জানান, কাশিনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনে প্রায় চার বছর ধরে বাবুর্চির কাজ করেন আউটসোর্সিং এ নিয়োগপ্রাপ্ত জব্বার আলী। পাশাপাশি তিনি কাশিনাথপুর বাজারের পাশে ব্লু বার্ড ইম্পেরিয়াল স্কুলের পুরাতন একটি কক্ষ ভাড়া নিয়ে অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল করার ব্যবসা করতেন।

বাবুর্চি জব্বারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল গাড়িচালক আব্দুর রাজ্জাকের। রাতে মোটরসাইকেলে আব্দুর রাজ্জাককে নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে যান জব্বার। সেখানে অগ্নি নির্বাপক যন্ত্র রিফিল করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ সময় দুইজনই গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক গাড়িচালক রাজ্জাককে মৃত ঘোষণা করেন। আহত বাবুর্চি জব্বার আলিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, ঘটনাস্থলে তারা দুইজনই ছিলেন। রিফিল করার সময় অতিরিক্ত প্রেশারে অগ্নিনির্বাপক যন্ত্র বিস্ফোরণ হয়ে এই দুর্ঘটনা ঘটেছে। তারপরও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। কিছু আলামত জব্দ করা হয়েছে। ঘটনাস্থলটিকে ঘিরে রাখা হয়েছে। সিআইডি এসে প্রয়োজনীয় তদন্ত ও আলামত সংগ্রহ করবে। এছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দিলে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews