সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি: আজ বৃহস্পতিবার দুপুরে পাবনার সাঁথিয়ায় আশরাফুল (৩২) নামে এক যুবকের দুই হাতের কব্জি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আশরাফুল সাঁথিয়া কলেজপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে। আজ (২০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় সাঁথিয়া পৌরসভাধীন বোয়াইলমারী গ্রামে টেলিফোন এক্সচেন্জ অফিসের পাশে এ ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে হাত কাটা কব্জির সন্ধান পায়নি।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান বলেন, আশরাফুল একজন ওয়ারেন্টভুক্ত আসামী। তার বিরুদ্ধে থানায় নয়টি মামলা রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সিসি ক্যামেরায় আসামী শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।