সাঁথিয়া(পাবনা)প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলার পৌরসদরের বোয়াইলমারী হাটে আজ সোমবার (০৪ নভেম্বর) বেলা ১ টায় সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় তিনি একটি দোকানে মূল্য তালিকা না থাকায় ৫,০০০ টাকা অর্থদণ্ড, একটি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখায় ২ হাজার টাকা অর্থদণ্ড এবং জাটকা ইলিশ বিক্রি করার অপরাধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ ধারা মোতাবেক ৫,০০০ টাকাসহ মোট ১২,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করে তা তাৎক্ষণিক আদায় করেন। এসময় তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্যের দামও মনিটরিং করেন।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।