মাসুদ রানা, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলায় ১১টি ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা ভাঙচুর ও বন্ধ করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। ০৪ মার্চ মঙ্গলবার সকালে সাঘাটা উপজেলার সকল অবৈধ ইট প্রস্তুতকারী মালিক সমিতির উদ্যোগে সাঘাটা উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বোনার পাড়ার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
বিক্ষোভ শেষে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন, ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সহ-সভাপতি শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, সালাউদ্দিন, সাদেকুজ্জামান, মনির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, আমরা দেশের রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, ঘরবাড়ি সহ সকল অবকাঠামো নির্মাণে ব্যবহারিত ইট সরবরাহ করে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছি। দেশের উন্নয়নের সঙ্গে সমতা রেখে ইট ভাটার মালিকগণ বায়ু দূষণ রোধে সরকার নির্দেশিত আধুনিক প্রযুক্তি রাজিগ জাগ ভাটা স্থাপন করি।। যা জ্বালানি সাশ্রয়ী পরিবেশবান্ধব প্রযুক্তি ও উপমহাদেশে টেকসই এবং সহজ প্রযুক্তি হিসেবে পরিচিত। বক্তারা পরিবেশ ছাড়পত্র সহ সকল ছাড়পত্র প্রাপ্তি সহজী করণসহ মোবাইল কোড পরিচালনা বন্ধের জোর দাবি জানান।
বিক্ষোভ ও সমাবেশ শেষে তাঁরা সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলীর মাধ্যমে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও পরিবেশ বন ও জলবায়ুু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন ।