আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার সান্তাহারে কোটাবিরোধী শিক্ষার্থারী মিছিল
সমাবেশ ও ট্রেন অবরোধ করেছে । শিক্ষার্থীদের ট্রেন অবরোধের কারনে সান্তাহার জংশন ষ্টেশনের
আউটার সিগনালের নিকট আন্তঃনগর রুপসা এক্সপ্রেস প্রায় দুই ঘন্টা আটকে থাকে । পরে
স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে অবরোধকারীরা রেল লাইন থেকে সরে গেলে ট্রেনটি খুলনার উদ্দ্যেশে
ছেড়ে যায় ।
বুধবার সকাল ১০টার দিকে সান্তাহার শহর ও আশপাশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে কয়েক’শ শিক্ষার্থী
শহরের বিপি স্কুলের মাঠে এসে জড়ো হয় । পরে একটি বিক্ষোভ মিছিল সেখান থেকে বের হয়ে
শহরের বিভিন্ন এলাকা ঘুরে সান্তাহার সরকারী কলেজ এলাকায় যায় ।
দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা সান্তাহার জংশন ষ্টেশনের রেল গেটে অবস্থান নিয়ে চিলাহাটি থেকে ছেড়ে
আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনের সামনে অবস্থানে নিয়ে বিভিন্ন শ্লোগান দিতে
থাকে । ট্রেন অবরোধের সংবাদ পেয়ে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রুমানা
আফরোজ’সহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে ্ধসঢ়;এসে অবরোধ তুলে নেয়ার জন্য
অবরোধকারীদের অনুরোধ করেন । কিন্তু অবরোধকারীরা রেল ল্ধাসঢ়;ইনে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত
রাখেন । দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত ট্রেনটি আউটার সিগন্যাল এলাকায় আটকে থাকে ।
পরে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের অনুরোধে অবরোধকারীরা অবরোধ তুলে
নিলে ট্রেনটি ষ্টেশনে আসে এবং দুপুর দুটার দিকে খুলনা অভিমুখে ছেড়ে যায় ।