আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার সান্তাহার জংসন ষ্টেশনের পঞ্চগড় দোলনচাপা
চলন্ত ট্রেনের ছাদে সাপ দেখে আতঙ্ক হয়ে পড়ে যাত্রীরা। গত বুধবার সান্তাহার
জংসন স্টেশনে এ ঘটনা ঘটে। অনেক যাত্রী সাপটি রাসেল ভাইপার কিনা তা নিয়ে
পরীক্ষা করতে বলে স্টেশন মাস্টারকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২৬ জুন) সকাল ১১ টায় বগুড়ার সান্তাহার
জংসন ষ্টেশনে থেকে পঞ্চগড়ের উদ্দেশ্য ছেড়ে যাওয়া দোলন চাপা আন্তঃনগর ট্রেনটির
ছাদে একটি সাপকে দুলতে দেখে যাত্রীরা। মহুর্তের মধ্যে সমস্ত স্টেশনে ও যাত্রীদের
মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে আবার দৃশ্যটি ভিডিও করেন। স্টেশনের দায়িত্বে
থাকা ব্যাক্তিরা সাপটিকে ধারার চেষ্টা করে। পুলিশও তৎপর হয়ে পড়ে। কিন্তু
সাপটিকে ধরা সম্ভব হয়নি।
ট্রেনটির পাওয়ার কার চালক (ড্রাইভার) শাহিনুর ইসলাম জানান, সাপটি পাওয়ার
কার বগির উপরই ছিল। যেই বগির উপর দেখা গিয়েছে সেটি সান্তাহার ডগেই
ছিল। ট্রেনটি ছাড়ার পর আমরা সাপটিকে দেখতে পাইনি। দিনাজপুর স্টেশন পার
হবার পর চিরিরবন্দরে সেই সাপটিকে প্রথম দেখা যায়। সাপটি কিভাবে ট্রেনের
ছাদে উঠলো তা পরীক্ষা করা হচ্ছে। সর্বশেষ রাত ১১ টার দিকে পঞ্চগড় স্টেশনে
পৌছানোর পর ট্রেন থামলেও খোঁজা হয়, কিন্তু পাওয়া যায়নি। আমরা অনুমান
করছি, দুই বগির মাঝে যে রাবার থাকে ওই রাবারে হয়তো সাপটি লুকিয়ে ছিল।
ওই রাবারের মধ্যে আবার গাছের পাতাও ছিল। ওই বগিটি সৈয়দপুর থেকে আনা
হয়েছিল। তবে সাপটি কোন যাত্রীকে আক্রমন করেনি। আর এটি রাসেল ভাইপার সাপ
কিনা তাও জানা যায়নি।