আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার সান্তাহারে রেলওয়ে স্টেশনের আওতাধীন স্থানে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল (প্রতিকৃতি) ও সংক্ষিপ্ত
জীবনি স্থাপন করা হয়েছে। মুজীব শত বর্ষ উপলক্ষে দেশের সব স্টেশনে রেল
মন্ত্রাণালয় এই ম্যুরাল স্থাপনের সিদ্ধান্ত নেয়।
সান্তাহারের স্বাধীনতা স্থম্ভের সামনে এটি স্থাপন করা হয়েছে। এই ম্যুরালের ২টি
অংশ রয়েছে। একটি দিকে আছে বঙ্গবন্ধুর ছবি। যা মার্বেলের উপরে খোদায়
করা। আর একটি অংশে বঙ্গবন্ধুর জীবনি মার্বেল পাথরে লিবিবন্ধ করে তা
দেখানো হয়ছে এই ম্যুরোলে। এটির দৈঘ্য ৭.৫ এবং প্রস্থ ৫.৫। আর বঙ্গবন্ধুর
জীবনির দৈঘ্য ৭.৫ এবং প্রস্থ ৪.৫। দেশের পূর্বঞ্চলের আওতাধীন ২৯টি এবং
পশ্চিমাঞ্চলে ২৮টি স্টেশনে মোট ৫৭টি স্টেশনে এই ম্যুরাল স্থাপনের সিদ্ধান্ত
হয়েছে। এই সিন্ধান্তের আলোকে সান্তাহারে এটি স্থাপন করা হয়েছে। ঢাকার
আবুল হাসান ভুইয়া ঠিকাদারি প্রতিষ্ঠান এটি বাস্তবায়ন করেছে।
জানা গেছে প্রায় দেড় বছর আগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের সব
রেল ষ্টেশনে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের সুপারিশ করেছেল সংসদীয় কমিটি।
নান্দনিক, সৌন্দর্যময় এই ম্যুরাল দেখতে প্রতিদিন ভক্তরা ভীড় করছে ওই স্থানে।