আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার সান্তাহার পৌর শহরের বিভিন্ন সড়ক ও
ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার সাহায্য করছে শিক্ষার্থী ও রোভার গ্রুপের সদস্যরা।।
তাদের এই কর্মসূচিতে সাধারণ মানুষ খুশি আর সড়কে ফিরেছে শৃঙ্খলা।
জানা গেছে,গত ৩ দিন ধরে বগুড়ার সান্তাহার পৌর শহরে নানা শিক্ষা প্রতিষ্ঠানে
পড়–য়া শিক্ষার্থীরা নানা সামগ্রি নিয়ে সড়ক, স্বাধীনতা স্মৃতিস্থম্ভসহ শহরের
নানা সড়কে দীর্ঘক্ষণ ধরে সড়ক পরিস্কার করছে আর ট্রাফিক ব্যবস্থার সাহায্য
করছে। এখানে রোভার স্কাউটের সদস্যরাও দায়িত্ব পালন করছেন। রোভার স্কাউটের
সদস্যদের মাঝে আছে মোঃ হাবিব, মোঃ নাইম সিকদার প্রমুখ।
উপজেলার পৌর শহর সান্তাহারের জিরো পয়েন্ট নামে রেলগেটে সারাবছর যানযট
লেগে থাকে। সেই গুরুত্বপূর্ণ ও যানযটপূর্ন স্থান এখন শিক্ষার্থীদের ট্রাফিকের
দায়িত্বে নপালন করায় এখানে কোন যানযট নেই। কয়েকজন শিক্ষার্থী জানান,
সান্তাহারে ট্রাফিক পুলিশ না থাকায় এমনটি হয়েছিল। আমরা স্বেচ্ছায় দায়িত্ব
পালন করছি।
সান্তাহার রেলগেটে দায়িত্বপালনরত স্কাউট সদস্য মোঃ হাবিব জানান, এই দায়িত্ব
পালন করতে গিয়ে সাধারন মানুষের ভালবাসায় আমরা মুগ্ধ হয়েছি। এই সময়
অনেকে আমাদের পানি ও খাবার দিয়ে সাহায্য করেছে।