আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি: দেশের চলমান পরিস্থিতি এবং সান্তাহার পৌর শহরকে সন্ত্রাস মুক্ত এলাকা ও
শান্তি প্রতিষ্ঠার লক্ষে সান্তাহার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোহিত তালুকদার। বৃহস্পতিবার রাত ৯ টায় সান্তাহার প্রেসক্লাবে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় আদমদিঘী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বুলবুল ফারুক, শ্রমিক নেতা কামরুল ইসলাম মধু সহ সান্তাহার প্রেস ক্লাবের সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
সান্তাহার প্রেস ক্লাবের আহবায়ক মোঃ খায়রুল ইসলামমের সভাপতিত্বে উক্ত মতবিনিময় অনুষ্ঠানে আব্দুল মোহিত তালুকদার বলেন বিএনপি শ্াসন আমলে সান্তাহারের মানুষের জন্য একটি হাসপাতালের উদ্বোধন করা হয়েছিল। পরে এটি বন্ধ করে দিয়ে এখনকার ডাক্তার সহ চিকিৎসার সরঞ্জাম বগুড়ায় পাঠিয়ে
দেয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হলে এলাকার চিকিৎসা বঞ্চিত মানুষ যাতে সুচিকিৎসা পান এজন্য এটি চালু সহ শহরের যানজট নিরসনের জন্য শহরের ব্যস্ততম রেলগেটে ওভারব্রিজ নির্মাণসহ অবহেলিত সান্তাহার আদমদিঘীতে কাজ করা হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অন্যায় করলে দলের নেতাকর্মীরা ও ছাড়পাবে না।
যেদীর্ঘ ১৫ বছর দেশে গণতন্ত্র ছিল না দেশের মানুষের স্বাধীনতা ছিল না সংবাদপত্রের স্বাধীনতা ছিল না। ভোটের অধিকার ছিল না। বিএনপি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম রাজপথে ছিল।