1. editor@dailybogratimes.com : dailybogratimes. :
সান্তাহার ৫০ মেগাওয়াট পিকিং পাওয়ারপ্লান্ট খুলে গেছে সম্ভাবনার দ্বার » Daily Bogra Times বগুড়া টাইমস
Logo বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ নির্ধারণের প্রস্তাব আমদানি হবে ৬ লাখ টন চাল ও গম, খাদ্যের মজুদ বাড়াচ্ছে সরকার পিআইবির নতুন মহাপরিচালক ফারুক ওয়াসিফ কাজিপুরে আন্তঃশ্রেণি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসির নতুন পরিচালক ড. মুর্শিদা ফেরদৌস  ধামইরহাটে তালা ভেঙ্গে কাপড়ের দোকানে চুরির অভিযোগ মহাদেবপুরে নৃ-গোষ্ঠীর কারাম উৎসব পালিত রাজশাহীর উপজেলা ও পৌরসভায় সেবা পেতে জনগণের ভোগান্তি  জয়পুরহাট সরকারি কলেজের উদ্যোগে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন বিস্ফোরণে কাপলো লেবানন : নিহত ৯, আহত ২৮০০ পশ্চিমবঙ্গে বন্যার জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করলেন মমতা সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ আমরা বাংলাদেশকে সম্মান করি : গৌতম গম্ভীর অনলাইনেও দেখা যাবে বাংলাদেশ-ভারত সিরিজ আ.লীগ সরকারের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সব প্রকল্প বাতিল : পরিকল্পনা উপদেষ্টা

সান্তাহার ৫০ মেগাওয়াট পিকিং পাওয়ারপ্লান্ট খুলে গেছে সম্ভাবনার দ্বার

রবিউল ইসলাম, রবিন, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ-
  • বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১৮ বার পঠিত
সান্তাহার ৫০ মেগাওয়াট পিকিং পাওয়ারপ্লান্ট খুলে গেছে সম্ভাবনার দ্বার
print news

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ প্রাচীন রেলওয়ে জংসন ষ্টেশনের কোল ঘেসে গড়ে উঠেছে
সান্তাহার শহর। এই উপজেলার উন্নয়নের দিক থেকে সান্তাহার শহর বরাবরই ছিল পিছিয়ে।
কিন্তু বর্তমান সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিছিয়ে থাকা এই উপজেলা ও
সান্তাহারকে দিয়েছেন উন্নয়নের ছোঁয়া। তিনি এই জনপদকে তুলে দিয়েছেন উন্নয়নের
মহাসড়কে।

বিদ্যুৎ ব্যবস্থা ঃ বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের সাহেব পাড়ায়
দীর্ঘদিনের রেলওয়ের পতিত জমিতে প্রায় সোয়া ৩শ কোটি টাকায় ব্যয়ে ৫০ মেগাওয়াট
উৎপাদন ক্ষমতা সম্পন্ন পিকিং পাওয়ার প্লান্ট (জরুরী ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র) স্থাপিত
হয়েছে এবং সম্পতি সান্তাহার ও উপজেলার নশরতপুরে প্রায় ৩০ কোটি টাকা ব্যায়ে
বিদ্যুতের দুটি উপকেন্দ্র নির্মাণ এবং ডজন খানেক ফিডার লাইন নির্মাণ করা হয়েছে।
এর প্রেক্ষিতে বিদ্যুত বিক্রয়-বিতরণ এবং সরবরাহ ব্যবস্থা মজবুত অবস্থানে পৌঁছে গেছে।
আদমদীঘি উপজেলায় শুধু পিডিবির গ্রাহক সংখ্যা বর্তমানে ৪২ হাজার ছাড়িয়েছে।
প্রায় চার বছ পূর্বে পিডিবি এবং আরইবি কর্তৃপক্ষ এই উপজেলাকে শত ভাগ বিদ্যুৎ
সুবিধা ভোগ করায় তালিকায় স্থান দিয়েছেন।

প্রায় সাড়ে তিনশ টাকা ব্যয়ে নির্মিত সান্তাহারের এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নকশা
তৈরিসহ নির্মাণ কাজ করেছে গনচীনের ’ডং ফাং ইলেকট্রিক ইন্টারন্যাশনাল
কর্পোরেশন’ নামের একটি প্রতিষ্ঠান।বাংলাদেশে তাদের হয়ে কাজটি করেছে ঠিকাদারি
প্রতিষ্ঠান ’মেসাস বানরিকা ইন কর্পোরেশন’। এই প্রতিষ্ঠানটির সূত্রে জানা গেছে,
প্রতিষ্ঠানটি ২০১০ সালের ৩১ ডিসেম্বর বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে চুক্তি
করে। কাজ শুরু করে ২০১১ সালের ৩১ জানুয়ারী।

এই পিকিং পাওয়ার প্লান্ট প্রকল্পে কর্মরত নির্বাহী প্রকৌশলী ফরহাদ হোসেন দৈনিক ভোরের
দর্পণকে জানান, রাজশাহীর
কাটাখালীসহ দেশের অনান্য কেন্দ্রের চেয়ে সান্তাহার কেন্দ্রটির কাজ অনেক দ্রুত হওয়ায়
বিদ্যুৎ মন্ত্রণালয় সন্তোষ প্রকাশ করে
জানা গেছে, সান্তাহারের পিকিং প্লান্টটি ফার্নেস অয়েল দ্বারা পরিচালিত। এই কেন্দ্রটির
উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রীডের সাথে যুক্ত হয়েছে।
আদমদীঘি উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক শেখ কুদরাত-ই-এলাহি কাজল বলেন,
সান্তাহারের এই কেন্দ্রটি স্থাপনে ঐ এলাকার বিদ্যুৎ ব্যবস্থা,রান্তাঘাট উন্নয়ন হয়েছে।
অনেকের কর্মস্থল হয়েছে। সঙ্গে সঙ্গে বর্তমান সরকারের উন্নয়ন সাফল্য দৃশ্যমান হয়েছে।
নেসকোর নির্বাহী প্রকৌশলী মো. রোকুজ্জামান উল্লেখিত তথ্যের সত্যতা নিশ্চিত করে
বলেছেন বর্তমান আদমদীঘি উপজেলায় বিদ্যুৎ ও সোলারের আলোতে গ্রাম- শহর বর্তমানে
একাকারপ্রায়। বিদ্যুতের লোড শেডিং এই উপজেলায় নাই বললেই চলে। বর্তমান শতভাগ
বিদ্যুতায়িত উপজেলা হিসেবে আদমদীঘিকে ঘোষনা করা হয়েছে।

এনাম হক / ডেইলি বগুড়া টাইমস

আরো খবর
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews