লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে আকাশে মেঘের ঘনঘটা। এর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। আগামী ৫ জুলাই পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এতে পার্বত্য এলাকায় ভূমিধসের শঙ্কা জানানো হয়েছে।
কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে আবারো বাড়তে শুরু করেছে সুনামগঞ্জের নদ-নদীর পানি। ভারতের মেঘালয়ের চাড়াগাও এলাকা দিয়ে পানি ঢুকছে তাহিরপুর উপজেলায়। বন্ধ রয়েছে সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের যান চলাচল।
বেড়েছে সুরমা, যাদুকাটা, কুশিয়ারা নদীর পানি। সুরমা নদীর পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আবহাওয়া অফিস বলছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশে ৫ জুলাই পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে। ফলে পার্বত্য জেলা ও সিলেটে ভূমিধসের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ আব্দুর রহমান খান বলেন, বর্ষাকালে কোথাও হালকা আবার কোথাও ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়া কোথাও অতিভারি বৃষ্টি হতে পারে। এসব বৃষ্টিপাত বিচ্ছিন্নভাবে হতে পারে।
তিনি আরও বলেন, মৌসুমী বায়ু, মেঘালয়ের পাহাড়ে বাধাপ্রাপ্ত হবার কারণে সেখানেও বৃষ্টিপাত হবে যারা প্রভাব পড়বে সিলেট, সুনামগঞ্জে।
জুন মাসে ময়মনসিংহ, সিলেট ও রংপুরে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।