সারিয়াকান্দি (বগুড়া)প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে পুনর্বাসন,বিভিন্ন সংগঠনের নেতাদের হুমকি-ধামকি, ইউপি সদস্যকে হত্যার হুমকি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে উপজেলা নির্বাহি অফিসার শাহরিয়ার রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার কার্যালয়ে ইউএনও’ র বিরুদ্ধে উক্ত সংবাদ সম্মেলন করেন উপজেলা জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ইকবাল হােসেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দ্রুত অপসারণের দাবি করা হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
এমসয় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাও: আব্দুল মাজেদ,সহকারি সেক্রেটারি সাদিকুল ইসলাম স্বপন,বায়তুল মাল সম্পাদক মাও. আব্দুর রহমান,শ্রমিক নেতা আশিকুল ইসলাম, আনোয়ার হোসেন বিপ্লব, যুব সেক্রেটারী মোঃ সোহাগ মিয়া প্রমূখ।