পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে কুতুবপুর ইউনিয়নের বড়ইকান্দি পশ্চিম পাড়া গ্রামে বজলুর রশীদের গোয়াল ঘর থেকে একটি গরু ও একটি ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী বুলু (৫৬) নামে এক চোরকে হাতেনাতে আটক করেছেন এলাকাবাসী। পরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। আটককৃত চোর বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার কুচমা এলাকার মৃত ছলিম উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার দিবাগত রাত ২ টার দিকে বড়ইকান্দি গ্রামের বজলুর রশীদের গোয়াল ঘর থেকে একটি গরু ও একটি ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় কুকুরের ঘেউ ঘেউ শব্দে গরুর মালিকের ঘুম ভেঙ্গে দেখে গোয়াল ঘরে তার গরু ও ছাগল নেই। তার চিৎকারে এলাকাবাসী জেগে ওঠে গরু খুঁজতে থাকে। অবশেষে পাশে বাঙালি নদীর নিকট হতে গরুসহ চোরকে আটক করে। চোরাই ছাগলকে মেরে ফেলে বলে এলাকাবাসী কাছে স্বীকার করে ।
এছাড়াও চন্দনবাইশা তদন্ত কেন্দ্র এলাকায় অভিযান পরিচালনা করে কড়িতলা মাঠপাড়া কুলু হালদারের বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর থেকে ২০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চন্দনবাইশা আদর্শ গ্রামের মৃত বদি মন্ডলের ছেলে মোঃ বিপ্লবকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সারিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়। সোমবার দুপুরে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে, জানিয়েছেন সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলাম।