পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:‘স্মাট যুব,সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য বগুড়া সারিয়াকান্দিতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
সারিয়াকান্দি উপজেলা প্রসাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে বুধবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তৌহিদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সারওয়ার আলমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম মন্টু,উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার,মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনূর বেগম,উপজেলা আলীগের সহ সভাপতি মমতাজুর রহমান মন্ডল, উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহ আলম,বোহাইল ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান খান, যুব উন্নয়ন কর্মকর্তা আবদুস সবুর সরকার প্রমুখ।
এসময় পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল রাজ্জাক উল হায়দার, মহিলা বিষয়ক কর্মকর্তা লাইলা পারভিন নাহারসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
পরে স্থানীয় ৩ জন যুবক,যুবতীর হাতে বিভিন্ন হারে ২ লাখ ৯০ হাজার টাকার ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।