সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। এতে পৃথকভাবে মানবাধিকার দিবসে সিংড়া ছাত্রদলের মানববন্ধন করেছে।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় দিবসটি উপলক্ষে সিংড়া গোল-ই- আফরোজ সরকারি কলেজ ছাত্রদল এর আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিংড়া গোল-ই- আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের সদস্য মেহেদী হাসান লিমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাৎ হোসেন মিন্টু।
কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাসান আলীর সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব উৎপল কুমার, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক কাজল, কলেজ ছাত্রদলের রুবেল, শাইক, রাহুল, সাব্বির, শাহিন'সহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘ ১৬বছর ধরে বাংলাদেশে একটি সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে মানবাধিকার লঙ্ঘন করেছে। তারা অভিযোগ করেন, এ সময়ে গুম ও হত্যার শিকার হয়েছেন অনেক মানুষ। ছাত্র ও সাধারণ জনগণের আন্দোলনের চাপে সরকার গত ৫ই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।
মানবাধিকার দিবসের এই দিনে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিগত সময়ে হওয়া গুম ও হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার করার আহ্বান জানান।