সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় জায়গা দখল করাকে কেন্দ্র করে মাইকিং করে বিএনপির দ্#ু৩৯;গ্রুপের মধ্যে ব্যাপক
সংঘর্ষে দুই গ্রুপের মোট ৮জন আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার সকালে ও বৃহস্পতিবার
সন্ধ্যায় দুইদফায় এঘটনা ঘটে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের জামতলী নীচা বাজার এলাকায়
রাস্তার পাশের জায়গা দখল ও আধিপত্য বিস্তার করা কে কেন্দ্র করে মূলত এই ঘটনা ঘটে ইটালী
ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের বিএনপি নেতা সাধু হাজী এবং জাহাঙ্গীর মেম্বার ও চৌগ্রাম ইউনিয়নের
তেরবাড়িয়ার গ্রামের বিএনপি নেতা আবুল কালাম আজাদ এই দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির
একপর্যায়ে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে রুপ নেয় এতে এপর্যন্ত আটজন আহত হয়েছে।
এঘটনায় সিংড়া উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ আবুল কালাম আজাদ গ্রুপের ৫জন আহত হয়
তারা হলেন, তেরবাড়িয়া গ্রামের, উজ্জ্বল হোসেন, মোহাম্মাদ সামছুল, রাকিব ইসলাম, জাহিদ হোসেন,
জামাল প্রামানিক। অপর সাধু হাজী ও জাহাঙ্গীর মেম্বার গ্রুপের ৩জন আহত হয়েছে তারা হলেন
সাজ্জাদ হোসেন, সাইফুল ইসলাম, লিটন আলী।
শুক্রবার (৮ নভেম্বর) সকালে পুনরায় দ্#ু৩৯;গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় এতে আজাদ গ্রুপের ৫জন
গুরুতর ভাবে জখম হয় ও গতকাল সন্ধ্যায় সাধু হাজী ও জাহাঙ্গীর গ্রুপের তিন জন আহত
হয়, আহতরা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন
করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে যৌথবাহিনী তৎপর আছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আসমাউল হক বলেন, এ পর্যন্ত দ্#ু৩৯;গ্রুপের কেউ লিখিত
অভিযোগ করেনি। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ ও সেনাবাহিনী পরিদর্শন করেছে বর্তমান
পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।