নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি: অনুমোদিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জের আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা এবং ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (৩ মার্চ) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত
সাইটসেভার্স ও অধ্যাপক এম এ মতিন মেমোরিয়াল বি.এন.এস.বি বেজ চক্ষু হাসপাতাল সিরাজগঞ্জের আর্থিক সহযোগিতায় ৮৫ জনকে চক্ষু চিকিৎসা ও ২০ জনকে বিনামূল্যে ছানি অপারেশনের সহযোগিতা করা হয়েছে।
ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আশিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন সংস্থাটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডাঃ মোঃ আকরামুজ্জামান।
সরকারের পাশাপাশি বেসরকারি এমন মহতী উদ্যোগ বিষয়ে আশিক আহমেদ বলেন, আমাদের স্বেচ্ছাসেবী সংস্থাটি পরিবেশ নিয়ে কাজ করলেও মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা ও সুস্থ্য রাখতে নানামুখী উদ্যোগ গ্রহন করা হয়েছে। তারই অংশ হিসেবে ৪র্থ বারের মত এই আয়োজন করেছি। এর আগে ১০০ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের সহযোগিতা করা হয়েছে।
আর্থিক সহযোগিতা দানকারী সংস্থা সাইটসেভার্স এবং অধ্যাপক এম এ মতিন মেমোরিয়াল বি.এন.এস.বি বেজ চক্ষু হাসপাতাল, সিরাজগঞ্জকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে এমন সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।