নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের ডিবি পুলিশের অভিযানে ডাকাত দলের এক সদস্য মাহবুব খানকে (৩২) গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি পিস্তল ৭ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, দুইটি মোটরসাইকেল ও একটি টিভি উদ্ধার করা হয়। সে কামারখন্দ উপজেলার বাগবাড়ি লাহিড়ীবাড়ির মৃত চান খানের ছেলে।
শনিবার (৮ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০টার দিকে সলঙ্গার পাঁচলিয়া বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
সিরাজগঞ্জ ডিবি পুলিশের ওসি একরামুল হোসাইন জানান, ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাহবুবকে গ্রেফতার করা হয়। এসময় তাঁর কাছ থেকে একটি পিস্তল, ৭ রাউন্ড গুলি, একটি ৪৬ ইঞ্চি এলডি টিভি, একটি ম্যাগজিন, একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিবির এস,আই রুবেল মিয়া বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জসহ বিভিন্ন থানায় আরো ৮টি ডাকাতি মামলা রয়েছে।