নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌর শহরে জনদুর্ভোগরোধে ও জনস্বার্থে শহরের জনগুরুত্বপূর্ণ সড়কগুলোর নির্মাণ কাজ দ্রুত সমাপ্ত ও খানাখন্দে ভরা সংস্কারহীন সড়কগুলো মেরামত পৌর শহরের রহমতগঞ্জ থেকে কাজিপুরের রাস্তার সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ০২ ডিসেম্বর) সকালে পৌর রহমতগঞ্জ সংলগ্ন কাঠের পুলে আমরা সিরাজগঞ্জ বাসী আয়োজনে মানববন্ধনটি সঞ্চালনায় করেন জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ।
বীরমুক্তিযোদ্ধা মাহফুজার তালুকদার সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
এসময় জেলা বিএনপি সহ- প্রচার সম্পাদক রেজাউল করিম খান, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ, সহ- শ্রম বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সহ- তাঁতী বিষয়ক সম্পাদক আলম, ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাহফুজার তালুকদার, ৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ভিপি সালাউদ্দিন আলাল, বিএনপি সদস্য মোঃ সেলিম সেখ,মাওলানা ভাসানী ডিগ্রী কলেজের ছাত্রী মাহেশা আরেফীন সর্ণা উপস্থিত ছিলেন।