নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে ফুলজোর নদে গোসল করতে নেমে তিন স্কুলছাত্র নিখোঁজ হয়। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ঝাটিবেলাই গ্রামে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা ৬টার দিকে একজনের লাশ উদ্ধার করেছে। নিহত শিক্ষার্থীর নাম রাফিন (১৫)। সে ঝাটিবেলাই গ্রামের বাবলুর ছেলে এবং সিরাজগঞ্জ কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।
এখনো নিখোঁজ রয়েছে তার দুই বন্ধু—কৃঞ্চ (১৫) ও সারজিল (১৫)। তারাও একই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী সৈকত ও আব্দুল মমিন জানান, ঝাঁটিবেলাই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক রঞ্জুর নাতি জারিফের পাঁচ বন্ধু তাদের বাড়িতে বেড়াতে আসে। বেড়াতে এসে তারা ছয়জন দুপুরে ফুলজোর নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে তিনজন নদীতে ডুবে যায়, অপর তিনজন নদী থেকে উপরে উঠে আসে।
কামারখন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ার হাউস ইন্সপেক্টর অপু কুমার মন্ডল বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেছে। তিনজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নদীর পানির গভীরতা ২০ থেকে ২৫ ফুট হওয়ায় নিখোঁজদের সন্ধান পাওয়া যাচ্ছে না। তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের রাজশাহী ডুবুরি টিমকে খবর দেওয়া হয়েছে এবং তারা খুব শিগগির ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করবেন।
কামারখন্দ থানার ওসি মো. মোখলেসুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ এবং ফায়ার সার্ভিস টিমের সদস্যরা রয়েছেন। উদ্ধারে ১জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের সন্ধান অব্যাহত রয়েছে।