সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে জেণ্ডার-সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ ও জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন কৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) দিনব্যাপী উপজেলার বেলকা ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন- ‘স্বপ্ন’ (২য় পর্যায়) প্রকল্পের আয়োজনে প্রশিক্ষণে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ অংশগ্রহণ করেন।
বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্যাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা শাহানুর রহমান, স্বপ্ন-২ প্রকল্পের পিসি গোলাম মস্তফা, পিও শারমিন আক্তার, ইউপি সদস্য জহুরুল ইসলাম, হাফিজার রহমান, গণমাধ্যমকর্মী সুদীপ্ত শামীম, ইউনিয়ন ওয়ার্কার শফিকুল ইসলাম প্রমূখ।
প্রশিক্ষণে জেণ্ডার-সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ ও জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজনে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থা কমিটির (ইউডিএমসি) ভূমিকা নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। এছাড়া জেণ্ডার-সংবেদনশীল আচরণ, দুর্যোগ, ঝুঁকি হ্রাসকরণের গুরুত্ব ও কৌশল, জলবায়ু পরিবর্তন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অভিযোজন এবং খাপ খাইয়ের নেওয়ার কৌশল, জাতীয় নীতিকাঠামো এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস ব্যবস্থাপনায় নারীকে মূলধারায় সম্পৃক্তকরণের উপর বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।