সোমবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এসকেএস ফাউন্ডেশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
MACP-এর অর্থায়নে ও কেয়ার বাংলাদেশের কারিগরী সহযোগিতায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজির হোসেন।
প্রদৃপ্ত প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ফারুক হোসাইনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী সিদ্দিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহমেদ লস্কর, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রফিকুজ্জামান খান, প্রদৃপ্ত প্রকল্পের সিনিয়র অফিসার (কৃষি) খন্দকার রকিবুল হাসান, কেয়ার বাংলাদেশের টেকনিক্যাল কো-অডিনেটর বায়েজীদ বোস্তামী প্রমুখ।
সভায় প্রকল্পের বিভিন্ন দিক বিস্তারিতভাবে উপস্থাপন করা হয় এবং অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা হয়। এতে সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রকল্পটির মূল লক্ষ্য দুর্যোগ-সহনশীল সমাজ গঠন এবং স্থানীয় জনগণের প্রস্তুতি ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করা। গত দুবছর এ প্রকল্পটি সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ও কঞ্চিবাড়ী ইউনিয়নে সফলভাবে বাস্তবায়িত হয়েছে। তবে এবারে কঞ্চিবাড়ী ইউনিয়ন বাদ দিয়ে বেলকা এবং নতুনভাবে হরিপুর ইউনিয়নে কার্যক্রম চালানো হবে বলে সভায় জানানো হয়।