হারুন অর রশিদ সুন্দরগঞ্জ (গাইবান্ধা) -মরহুম মাওলানা আব্দুল আজিজ সাবেক জাতীয় সংসদ সদস্য ২৯ গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ সাবেক সভাপতি শোভাগঞ্জ ডিগ্রী কলেজ এর স্বরণে গতকাল বৃহষ্পতিবার শোভাগঞ্জ ডিগ্রী কলেজ হলরুমে এক স্বরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এর আগে শোভাগঞ্জ ডিগ্রী কলেজ প্রাঙ্গণে ফ্যাসিষ্ট সরকারের আমলে মাওলানা আব্দুল আজিজ এর নামফলক ভেঙ্গে ফেলায় তা প্রতিস্থাপিত ফলক উন্মোচন করেন জামায়াতে ইসলামী বাংলাদেশ গাইবান্ধা জেলা নায়েবে আমীর সুন্দরগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মাজেদুর রহমান ও বিশিষ্ট শিল্পপতি ও বিদ্যানুরাগী শোভাগঞ্জ ডিগ্রী কলেজের বর্তমান সভাপতি জনাব মোঃ নওশের আলী, ফলোক উন্মোচন করেন। এর পরে জনাব মোঃ নওশের আলীর সভাপতিত্বে স্বরণসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা সেক্রেটারী মাওলানা আতাউর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাজেদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারী জনাব মাওলানা মোঃ জহুরুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা আমীর অধ্যাপক শহীদুল ইসলাম মঞ্জু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি সুন্দরগঞ্জ আহ্ববায়ক জনাব মোঃ বাবুল আহমেদ, সদস্য সচিব জনাব মাহামুদুল ইসলাম প্রামানিক, সুন্দরগঞ্জ পৌর জামায়াতের আমীর মোঃ একরামুল হক, শোভাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব মোঃ দেলোয়ার হোসেন নূরী, শোভাগঞ্জ ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ওমর ফারুক, সহকারী অধ্যাপক মোঃ আনেয়ার হোসেন, আব্দুল ওয়াহব প্রমূখ। আলোচনা শেষে মরহুম মাওলানা আব্দুল আজিজ এর রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও তবারক বিতরণ করেন।