1. dailybogratimes@gmail.com : admin :
সুন্দরগঞ্জে শিক্ষক লাঞ্ছিত,থানায় অভিযোগ - Daily Bogra Times
রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে শিক্ষক লাঞ্ছিত,থানায় অভিযোগ

হারুন অর রশিদ -
  • আপডেট সময়ঃ শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২ Time View
সুন্দরগঞ্জে শিক্ষক লাঞ্ছিত, থানায় অভিযোগ
print news

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে তসলিম উদ্দিন বাবলু (৫৬) নামে এক শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে উত্তর রাজিবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলীর (৪৫) বিরুদ্ধে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী তসলিম উদ্দিন ধোপাডাঙ্গা ইউনিয়নের উত্তর রাজিবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বিএনপি নেতা। তিনি ওই গ্রামের মৃত শাহাবুদ্দিন মুন্সির ছেলে।

অভিযুক্ত আজগার আলী উত্তর রাজিবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি উত্তর রাজিবপুর গ্রামের মৃত নফাজ উদ্দিন মিস্ত্রীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে উত্তর রাজিবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদ নিয়ে আলোচনা করতে গেলে প্রধান শিক্ষক আজগার আলী তাকে গালিগালাজ করেন। পরিস্থিতি এড়াতে তিনি সেখান থেকে সরে যান।

কিন্তু এক ঘণ্টা পর দুপুর ১টার দিকে প্রধান শিক্ষক আজগার আলী কয়েকজনকে নিয়ে উত্তর রাজিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের সামনে এসে ফের তাকে গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি তার সহযোগীদের মারধরের নির্দেশ দেন। এরপর রাজু মিয়া (৪০) ও আলম মিয়া (৩৮) তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন।

অভিযোগে আরও বলা হয়, রাজু মিয়া ধারালো অস্ত্র দিয়ে বাবলুর বাম হাতে আঘাত করেন, এতে তার হাত কেটে যায়। পাশাপাশি প্রধান শিক্ষক আজগার আলীর আঘাতে তার ঠোঁট ফেটে যায়। সহকর্মী ও শিক্ষার্থীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ‘এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।’

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews