মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম প্রতিনিধিঃ স্থানীয় পর্যায়ে তৃণমূল সিএসও-দের আইনগত সহায়তা প্রদানে করনীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ১৭ অক্টোবর সকাল ১১ টায় কুড়িগ্রামের হোম টেরে ডেস হোমস সম্মেলন কক্ষে একশনএইড বাংলাদেশের অর্থায়নে, উদয়াঙ্কুর সেবা সংস্থা আয়োজনে স্থানীয় পর্যায়ে তৃণমূল সিএসও-দের আইনগত সহায়তা প্রদানে করনীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোছাঃ শারমিন আক্তার জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারি জজ), কুড়িগ্রাম।
কুড়িগ্রাম অ্যাসোসিয়েট লিগ্যাল স্পেশালিস্ট, ব্লাস্টের এডভোকেট রবিউল হোসেন মজুমদারের সঞ্চালনায়, মতবিনিময় আলোচনা সভায় বক্তব্য রাখেন,
সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ হুমায়ুন কবির,কুড়িগ্রাম মহিলা পরিষদের সভাপতি রওশনারা চৌধুরী, যুব উন্নয়নের প্রতিনিধি আব্দুর রহিম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধ আবু বক্কর সিদ্দীক,মনিটরিং এন্ড ইভালুয়েশন কর্ডিনেটর আব্দুল কুদ্দুস, ইউএসএসের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, সিএসও মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, এম রশিদ আলী, আসাদুজ্জামান আসাদ,আব্দুল কাদের,শাকিল আহাম্মেদ,কার্তিক সেন,সৈয়দ এরশাদুর হক,শ্যামলী রাণী।
আরোও উপস্থিত ছিলেন,রংপুর বিভাগীয় সমন্বয়কারী, ব্লাস্ট,এডভোকেট দিলরুবা রহমান কো-অডিনেটর ব্লাস্ট,রংপুর ইউনিট,সহ জেলার ১৫ টি সামাজিক সংগঠনের সিএসওগণ।
সুশীল সাপোর্টিং দ্যা ইউনিটি এ্যান্ড সাসটেইনেবিলিটি অব সিভিল সোসাইটি অর্গনাইজেশনস (সিএসওস) টু আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি, এ্যান্ড রুল অব ল ইন বাংলাদেশ।