1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
হলিউডে সিক্যুয়েল ছবির বছর » Daily Bogra Times
Logo সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিয়ের ৯ দিন পর টাকা-গহনা নিয়ে উধাও নববধূ নির্বাচন কবে, সে ঘোষণা দেবেন প্রধান উপদেষ্টা : প্রেস উইং প্রথম আলোর সামনে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া বগুড়ার ধুনটে মেশিনে শাড়ি পেঁচিয়ে নারীর মৃত্যু বদলগাছীতে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত ফুলবাড়ীতে বিতর্কে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধি সিরিজ ডিবেট প্রতিযোগিতা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় সরকারি হাজী জামাল উদ্দিন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষকের মৃত্যু সিংড়ায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত ৫ বিসিএসে নিয়োগ পাবে ১৮ হাজার ১৪৯ জন : জনপ্রশাসন মন্ত্রণালয় অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি পরমাণু ইস্যু নিয়ে আলোচনায় বসতে চায় তেহরান ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাটারিচালিত রিকশা চলাচলে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত আইপিএলের দামী ক্রিকেটার ঋষভ পন্ত, ২৭ কোটিতে বিক্রি এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

হলিউডে সিক্যুয়েল ছবির বছর

বিনোদন ডেস্কঃ-
  • বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
হলিউডে সিক্যুয়েল ছবির বছর
print news

বিনোদন ডেস্কঃ- চলতি বছর হলিউডকে বলা যায় সিক্যুয়েল ছবির বছর। এখন পর্যন্ত প্রকাশিত মুক্তির তালিকায় থাকা ছবির সবই সিক্যুয়েল। এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি। মানে বছরজুড়ে  সিক্যুয়েল ছবি মুক্তি পায়নি। এ বছর হলিউডে যেসব ছবি মুক্তি পাবে সেগুলোর কথা জানাচ্ছেন – আলাউদ্দীন মাজিদ

ডুন : পার্ট টুডেনিস ভিলেনুভের তারকাখচিত ডুন : পার্ট টু। পল অ্যাট্রেয়িডসের (শালামে) গল্পকে কেন্দ্র করে এগিয়ে যাবে ডুন : পার্ট ওয়ান-এর সিক্যুয়েল এ সিনেমার গল্প। পরিচালক : ডেনিস ভিলেনুভ। অভিনয় : টিমোথি শালামে, জেনডায়া, ফ্লোরেন্স পু, রেবেকা ফার্গুসন, ওয়াকেন। মুক্তি : ১ মার্চ।

কিংডম অব দ্য প্ল্যানেট অব দ্য এপস

২০১৭ সালে ওয়ার ফর দ্য প্ল্যানেট অব দ্য এপস-এর মুক্তির ছয় বছর পর সিক্যুয়েল দেখতে যাচ্ছেন দর্শকেরা। আগের সিনেমার সূত্র ধরে গল্প এগিয়ে যাবে কিংডম অব দ্য প্ল্যানেট অব দ্য এপস-এর গল্প পরিচালক : ওয়েস বল। অভিনয় : ওয়েন টিগ, ফ্রেয়া অ্যালান, পিটার ম্যাকন। মুক্তি : ২৪ মে।

ফিউরিওসা : আ ম্যাড  ম্যাক্স সাগা

মুক্তির প্রায় এক দশক পরে ম্যাড ম্যাক্স : ফিউরি রোড-এর প্রিক্যুয়েল স্পিন অব হিসেবে আসছে ফিউরিওসা। সিনেমার গল্প এগিয়ে যাবে ইম্পেরেটর ফিউরিওসকে কেন্দ্র করে। ম্যাড ম্যাক্স ফ্র্যাঞ্চাইজির পঞ্চম সিনেমা এটি। পরিচালক : জর্জ মিলার। অভিনয় : অ্যানা টেইলর-জয়। মুক্তি : ২৪ মে।

ব্যালেরিনা

দ্য কনটিনেন্টাল-এর পর জন উইক ইউনিভার্সের দ্বিতীয় স্পিন অব ব্যালেরিনা। সিনেমায় রুনি নামক এক ব্যালেরিনার গুপ্ত ঘাতক হয়ে ওঠার গল্প দেখবেন দর্শক। পরিচালক : লেন ওয়াইজম্যান। অভিনয় : অ্যানা দে আরমা, কিয়ানু রিভস। মুক্তি : ৭ জুন।

কোয়ায়েট প্লেস : ডে ওয়ান

হরর ফ্র্যাঞ্চাইজির প্রিক্যুয়েল হতে যাচ্ছে এটি। ‘আ কোয়ায়েট প্লেস’ সিরিজের তৃতীয় সিনেমাটিতে পৃথিবীতে এলিয়েন আক্রমণের প্রথম দিন দেখতে পাবেন দর্শক। পরিচালক : মাইকেল সারনোস্কি। অভিনয় : লুপিতা নিয়ংয়ো, জোসেফ কুইন। মুক্তি : ২৮ জুন।

ডেডপুল ৩

এ সিনেমায় ডেডপুল ও উলভেরাইন হিসেবে ফিরছেন যথাক্রমে রায়ান রেনল্ডস ও হিউ জ্যাকম্যান। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স-এর ৩৪তম চলচ্চিত্র হতে যাচ্ছে ডেডপুল ৩। পরিচালক : শন লিভি। অভিনয় : রায়ান রেনল্ডস, হিউ জ্যাকম্যান, মরিনা ব্যাকারিন। মুক্তি : ২৬ জুলাই।

গ্ল্যাডিয়েটর ২

ম্যাক্সিমাস ও কমোডাসের লড়াইয়ের বেশ কয়েক বছর পরের ঘটনা নিয়ে তৈরি হবে গ্ল্যাডিয়েটর ২। আবারও রোমের ত্রাতা হিসেবে দেখা যাবে লুসিয়াসকে। পরিচালক : রিডলি স্কট। অভিনয় : পল মেসকাল, ডেনজেল ওয়াশিংটন, কনি নিলসেন, পেদ্রো প্যাসকেল। মুক্তি : ২২ নভেম্বর।

ডিউন : পার্ট টু

ডেনিস ভিলেনিউবের অস্কার মনোনয়ন পাওয়া সাড়া জাগানো চলচ্চিত্র ডিউনের দ্বিতীয় পর্ব আসছে এ বছর। অভিনয়ে টিমোথি শ্যালামে, জেনদায়া, রেবেকা ফার্গুসন, ডেভ বাতিস্তা, হাভিয়ের বার্দেম, স্টেলান স্কার্সগার্ড, অস্টিন বাটলার, ফ্লোরেন্স।

জোকার : ফোলি আ ডিউ

২০১৯ সালে জোকার মুক্তি পায়। হোয়াকিন ফিনিক্স অভিনীত সিনেমাটি ব্যাপক সাড়া জাগিয়েছিল, পেয়েছিল বেশ কয়েকটি অস্কার মনোনয়ন। টড ফিলিপসের পরিচালনায়  ৪ অক্টোবর আসছে এ সিরিজের দ্বিতীয় সিনেমা। মিউজিক্যালের ধাঁচে নির্মিত এবারের কিস্তিতে জোকারের পাশাপাশি হার্লি কুইন চরিত্রে দেখা যাবে লেডি গাগাকে।

কুংফু পান্ডা ৪

আত্মিক শান্তির খোঁজে পো পিংকে দেখা যাবে নতুন অভিযানে বেরিয়ে পড়তে, তাকে সঙ্গ দেবে অকোয়াফিনা। তারা একসঙ্গে মোকাবিলা করবে নতুন শত্রু দ্য ক্যামেলিয়নের। মার্চে এ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা বের হবে।

রেবেল মুন : পার্ট টু দ্য স্কারগিভার

‘দ্য স্কারগিভার’ মুক্তি পাবে ১৯ এপ্রিল। সোফিয়া বুতেল্লা অভিনীত এ মহাজাগতীয় গল্পে কোনো এক গ্যালাক্সিতে অবস্থিত কৃষিনির্ভর এক কলোনিকে দেখা যাবে যারা স্বৈরাচারী নেতা রিজেন্ট ব্যালিসেরাসের ইম্পেরিয়াম আর্মির আগ্রাসনের কবলে পড়েছে।

ইফ

১৭ মে আসছে জন ক্রাসিনস্কি নির্মিত অ্যানিমেশন ধারার অ্যাকশন কমেডি ‘ইফ’। এতে স্টিভ ক্যারেল, রায়ান রেনল্ডসের মতো তারকাদের দেখা যাবে মূল চরিত্রে। ছবিটি একটি অদ্ভুত ক্ষমতার অধিকারী বালিকাকে নিয়ে।

ফিউরিওসা : আ ম্যাড ম্যাক্স সাগা

জর্জ মিলারের ম্যাড ম্যাক্স সিরিজের পঞ্চম সিনেমা হতে যাচ্ছে এটি। এক তরুণী ফিউরিওসাকে ঘিরে ছবিটি আবর্তিত হবে, যাকে গ্রিন প্লেস অব ম্যানি মাদারস থেকে ফেলে দেওয়া হয়েছে এক ভয়ংকর নারকীয় জগতে। আনা টেইলর জয়, ক্রিস হেমসওয়ার্থসহ আরও অনেক নামি তারকা নিয়ে তৈরি সিনেমাটি মুক্তি পাবে ২৪ মে।

মুফাসা : দ্য লায়ন কিং

২০১৯ সালে মুক্তি পাওয়া লাইভ অ্যাকশন সিনেমা ‘দ্য লায়ন কিং’-এর প্রিক্যুয়েল হবে এটি। ১৯৯৪ সালের বিখ্যাত অ্যানিমেশন ক্লাসিক ‘দ্য লায়ন কিং’এর প্রেক্ষাপটে ব্যারি জেনকিনস নির্মিত এ আসন্ন ছবিতে লায়ন কিং খ্যাত মুফাসার উত্থানকাল তুলে ধরা হবে। ছবিতে বিভিন্ন কৌশলের সহায়তায় বিভিন্ন ফটোরিয়েলিস্টিক প্রাণী ও আফ্রিকান পরিবেশ-প্রকৃতি বেশ জীবন্ত করে তোলা হয়েছে।

বিটলজুস ২

বিটলজুসের সিক্যুয়েলে মাইকেল কিটনকে আবারও দেখা যাবে বিটলজুস চরিত্রে। ওয়াইনোনা রাইডার, ক্যাথরিন ও হারাও ফিরে আসবেন এ পর্বে। পাশাপাশি দেখা যাবে জেনা ওর্তেগা আর জাস্টিন থরোকে। সেপ্টেম্বরে মুক্তি পেতে যাওয়া সিনেমাটিতে সদ্যমৃত অ্যালেক বল্ডউইন-জিনা ডেভিস দম্পতির আত্মা দেখা যাবে, যারা তাদের গ্রামের বাড়িতেই আটকা পড়ে ছিল এতদিন।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews