হলিউড শীর্ষ পাঁচ মুভি।
১. বার্বি
২. মেগ টু : দ্য ট্রেঞ্চ
৩. ওপেনহাইমার
৪. টিনেজ মিউটেন্ট নিনজা টার্টল
৫. হন্টেড ম্যানশন
মেগ টু : দ্য ট্রেঞ্চ
বেন হুইটলি পরিচালিত সায়েন্স ফিকশন অ্যাকশন ফিল্ম। ‘ডাউন টেরাস’ (২০০৯), ‘কিল লিস্ট’ (২০১১), ‘সাইটসিয়ার্স’ (২০১২), ‘দি এবিসিজ অফ ডেথ’ (২০১২), ‘এ ফ্রেন্ড ইন ইংল্যান্ড’ (২০১৩), ‘হাই রাইজ’ (২০১৫), ‘ফ্রি ফায়ার’ (২০১৬), ‘হ্যাপি নিউ ইয়ার, কলিন বার্স্টিড’ (২৯১৮), ‘রেবেকা’ (২০২০), ‘ইন দি আর্থ’ (২০২১) হুইটলি পরিচালিত ফিল্ম। ২০১৮’র ‘মেগ’ ফিল্মের সিকুয়েল এবং স্টিভ আল্টেনের ১৯৯৯ সালে প্রকাশিত ‘দ্য ট্রেঞ্চ’ উপন্যাস অবলম্বনে নির্মিত।
৬৫ মিলিয়ন বছর ধরে মেগ বা মেগা শার্ক সবার অলক্ষ্যে মহাসাগরের গভীরে এক খাড়িতে অবস্থান করছে। এই খাড়িতে রয়েছে অমিত সম্ভাবনা। যেখানে জরিপ করে পাওয়া গেছে জ্বালানি তেলের বড় ভা-ার। সেখানে স্থাপন করা হবে অয়েল রিগ। কিন্তু বাধ সাধে মেগ। স্বাভাবিকভাবে ডাক পড়ে জোনাস টেলরের (জেসন স্টেথাম)। জোনাস এবং তার দল এসে হাজির হয়, কিন্তু তারা জানত না বিশ্বের সবচেয়ে বড় শিকারি প্রাণীর সামনে পড়বে তারা। শুরু হয় মানুষ আর দানবের মাঝে এক অসম যুদ্ধ এমন এক পাতাল দুনিয়ায় যার সম্পর্কে মানুষের ধারণা একেবারে নেই বললেই চলে।