অগ্রহায়ণের শুরুতেই উত্তরাঞ্চলে শীতের বার্তা পাওয়া যাচ্ছে । ইতোমধ্যেই কয়েকটি জেলায় তাপমাত্রা নেমে গেছে ১৫ ডিগ্রির নিচে।
আজ বৃহস্পতিবার হিমালয়কন্যা খ্যাত জেলা পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রিতে। উত্তরের এ জেলাটি হিমালয়-কাঞ্চনজঙ্ঘার বিধৌত অঞ্চলে অবস্থান হওয়ায় পাহাড় থেকে প্রবাহিত হিম বাতাস বাড়াচ্ছে শীতের প্রকোপ।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) ভোর ৬টার দিকে পঞ্চগড়ে ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া অফিস।
স্থানীয়রা জানিয়েছেন, অগ্রহায়ণ মাস থেকেই এ জেলায় শীত বাড়তে থাকে। আগামী পৌষ-মাঘ মাস বেশি শীত পড়ে। রাত বাড়তে থাকলে শীত আরও বাড়ে। আগামী পৌষ-মাঘ মাস বেশি শীত পড়ে। এখন থেকেই সন্ধ্যার পরে ঠাণ্ডা লাগা শুরু করেছে।
এদিকে, রাতে কাঁথা-কম্বল নিতে হলেও সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত বেশ গরম থাকে। রাতে ঠাণ্ডা ও দিনে গরম হওয়ায় শীতজনিত বিভিন্ন রোগব্যাধি বেড়েছে। প্রায় ঘরে ঘরে সর্দি, কাশি ও জ্বর হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। এখন দিন যত যাবে তাপমাত্রা কমতে শুরু করবে।