1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০-১২ টাকা » Daily Bogra Times
Logo মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
বিচারপতি জুবায়ের রহমানকে প্রধান করে ইসি পুনর্গঠনে সার্চ কমিটি আগামী নির্বাচনে ‘না’ ভোটের পক্ষে ইসি কর্মকর্তারা বগুড়ায় উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রাজশাহীতে সাংবাদিকের উপর হামলা ও মামলার প্রতিবাদে ১০ সংবাদিক সংগঠনের মানববন্ধন   সারিয়াকান্দিতে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল-কলেজের নিয়োগ বানিজ্যের অভিযোগ, তদন্ত শুরু কাজিপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান  আবুল কালাম আজাদের ইন্তেকাল  রংপুরের বদরগঞ্জে অজ্ঞাত এক মরদেহ উদ্ধার  বর্তমান বাস্তবতায় মৃত্যুদণ্ডের বিধান রহিত করা সম্ভব নয় আদমদীঘিতে ব্যবসায়ীর ওপর হামলা ছুরিকাঘাত করে টাকা ও মোটরসাইকেল ছিনতাই সড়কের বেহাল দশায় আতঙ্কে শিক্ষার্থী সহ পথচারীরা বড়পুকুরিয়ায় ক্ষতিপূরণের দাবিতে ক্ষতিগ্রস্তদের সংবাদ সম্মেলন দাবি বাস্তবায়ন না হলে অবস্থান কর্মসূচির হুশিয়ারী সেঞ্চুরি করে থামলেন স্টাবস ভাঙল ২০১ রানের জুটি চাঁপাইনবাবগঞ্জে সরকারি চাল লুট ভাঙছে না সিন্ডিকেট লালমনিরহাট বুড়িমারী জিরোপয়েন্ট থেকে অটোচালকের মরদেহ উদ্ধার বগুড়ায় সড়কে বালুবাহী ট্রাকের সংঘর্ষ নারী নিহত

হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০-১২ টাকা

দিনাজপুর প্রতিনিধিঃ-
  • রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০-১২ টাকা
print news

সরবরাহ কমের অজুহাতে দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১২ টাকা। হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে পড়েছেন বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা। তবে ভারতের পাশাপাশি অন্যান্য দেশ থেকেও পেঁয়াজ আমদানি করা হচ্ছে যার কারণে খুব একটা দাম বাড়বে না বলেও জানিয়েছেন আমদানিকারকরা

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে ভারত থেকে ইন্দোর ও বেলোরি এই দুই জাতের পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। দুদিন আগেও বন্দরে প্রতি কেজি ইন্দোর জাতের পেয়াজ ৮৫ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৯৫ টাকা দরে বিক্রি হয়েছে। এছাড়া সাউথের বেলোরি জাতের পেঁয়াজ ৯৫ টাকা দরে বিক্রি হলেও শনিবার তা বেড়ে ১০২ টাকা দরে বিক্রি হয়েছে। শনিবার বন্দর দিয়ে ৩৪টি ট্রাকে ৯৯১ টন পেঁয়াজ আমদানি হয়েছিল।

হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা সাদ্দাম হোসেন বলেন, গত বৃহস্পতিবার বন্দর থেকে ইন্দোর ও বেলোরি জাতের পেঁয়াজ ক্রয় করে মোকামে পাঠিয়েছিলাম ৮৫ টাকা থেকে ৯০ টাকা কেজি দরে। আর শনিবার বন্দরে পেঁয়াজ কিনতে এসে হতবাক পেঁয়াজের দাম চাচ্ছে ৯৫ টাকা থেকে ১০২ টাকা দরে। হঠাৎ করে পেঁয়াজের দাম বেশি পেঁয়াজ কিনতে এসে তো বিপাকের মধ্যে পড়ে গেলাম। এছাড়া দাম বাড়ার কারণে মোকামে যারা পেঁয়াজ কিনতেন তারা অনাগ্রহ দেখাচ্ছেন।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক নুর ইসলাম বলেন, দেশের বাজারে পেঁয়াজের চাহিদা মেটাতে আমদানি অব্যাহত রেখেছেন বন্দরের আমদানিকারকরা। তবে ভারতের যেসব অঞ্চলে পেঁয়াজের উৎপাদন হয় সেসব অঞ্চলে অতিবৃষ্টি ও বন্যার ফলে বন্যা দেখা দিয়েছে। এতে করে ভারতের বাজারেই পণ্যটির সরবরাহ কমার সাথে সাথে দাম ঊর্ধ্বমুখী হয়েছে। যার কারণে আমাদের বাড়তি দামে পেঁয়াজ কিনে আমদানি করতে হচ্ছে। এছাড়াও চাহিদামতো পেঁয়াজ আমদানি করা সম্ভব হচ্ছে না যার কারণে চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় দেশের বাজারে পণ্যটির দাম বাড়ছে। সেই সাথে দেশীয় পেঁয়াজের সরবরাহ কম থাকার কারণে আমদানিকৃত পেঁয়াজের চাহিদা অনেকটা বেড়ে গিয়েছে যার কারণেও দাম বাড়ছে।

অপর আমদানিকারক শহিদুল ইসলাম বলেন, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে কিন্তু দেশের বাজারে যে পেঁয়াজের চাহিদা সেই মোতাবেক ঢুকছে না। মূলত ভারতে বন্যার কারণেই পেঁয়াজের দাম উল্টাপাল্টা হচ্ছে। তবে ভারতের পাশাপাশি মিশর, পাকিস্তান, তুরস্ক, চীন থেকেও পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। এতে পেঁয়াজের দাম যা বাড়ছে এর চেয়ে খুব একটা বাড়বে না।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, হিলি স্থলবন্দর দিয়ে নিয়মিতভাবে পেঁয়াজ আমদানি হচ্ছে তবে আমদানির পরিমাণ উঠানামা করছে। পেঁয়াজ আমদানির পর আমদানিকারকদের আবেদনের প্রেক্ষিতে নমুনা সংগ্রহ করে পরীক্ষা সম্পূর্ণ করে রিপোর্ট দেওয়া আছে। যাতে আমদানিকারকরা দ্রুত বন্দর থেকে পেঁয়াজ খালাস করে নিতে পারেন।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews