বিনোদন ডেস্কঃ- ১৪ বছর পর ফের ঢাকায় আসছেন শাহরুখ খান । ২০১০ সালে প্রথমবারের মতো বাংলাদেশে আসেন বলিউড বাদশাহ শাহরুখ খান। লাইভ কনসার্টে অংশ নিয়ে মাতিয়ে যান ঢাকার সিনেপ্রেমীদের। ১৪ বছর পেরিয়ে গেলেও পার্শ্ববর্তী দেশে আর পা রাখা হয়নি কিং খানের। তবে তাকে ফের দেশে আনার চেষ্টা অব্যাহত রেখেছেন অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী।
এ বিষয়ে স্বপন চৌধুরী এক গণমাধ্যমকে বলেন, এমনিতে শাহরুখ উপমহাদেশে সর্বাধিক জনপ্রিয় অভিনেতা। তার ওপর সম্প্রতি পর পর তিনটি সুপারহিট সিনেমা উপহার দিয়ে আলোচনার কেন্দ্রে তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশে তার সিনেমা মুক্তি পাওয়া দর্শকদের মধ্যেও এক ধরনের উন্মাদনা তৈরি হয়েছে। আর সেই উন্মাদনার প্রতি খেয়াল রেখেই আমরা আবার পরিকল্পনা হাতে নিয়েছি শাহরুখকে ঢাকায় নিয়ে আসার।
কবে নাগাদ সফল হতে পারবেন প্রশ্নে তিনি বলেন, ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছি। অনেকটা এগিয়েও গিয়েছি। সবকিছু ঠিকঠাক থাকলে শাহরুখকে চলতি বছরেই ঢাকায় আনতে পারব।