1. dailybogratimes@gmail.com : admin :
২২ বছর পর ফুলবাড়ীতে চালু ট্রাফিক ব্যবস্থা: জনমনে স্বস্তি - Daily Bogra Times
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে আলুর ট্রাকে প্রান গেলো শাহজাদার হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির দায়ে ৬০ হাজার টাকা জরিমানা ফুলবাড়ীতে উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন জয়পুরহাটে ছাত্রদল নেতাকে কুপিয়েছে সন্ত্রাসিরা নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন  পাবনায় সাবেক ভূমিমন্ত্রীর মেয়ে আ.লীগ নেত্রী গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী  চৌধুরী গ্রেফতার বগুড়ার গাবতলী দুর্গাহাটা ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিল  যশোরে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায়, দুই পাইলট অক্ষত কাল আসবে জাতিসংঘ মহাসচিব, করবেন রোহিঙ্গাদের সাথে ইফতার

২২ বছর পর ফুলবাড়ীতে চালু ট্রাফিক ব্যবস্থা: জনমনে স্বস্তি

কংকনা রায়, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭ Time View
২২ বছর পর ফুলবাড়ীতে চালু ট্রাফিক ব্যবস্থা: জনমনে স্বস্তি
print news

কংকনা রায়, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের ফুলবাড়ী পৌরশহরসহ আঞ্চলিক মহাসড়কে যানজট নিরসনসহ সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে দীর্ঘ ২২ বছর পর মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে আবারো চালু হয়েছে ট্রাফিক ব্যবস্থা।

ফুলবাড়ী পৌরশহরের নিমতলা মোড়ে ট্রাফিক পুলিশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল ও ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) সাজেদুল ইসলাম।

জানা যায়, গত শনিবার (২২ ফেব্রুয়ারি) ফুলবাড়ী থানা চত্বরে আয়োজিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে ফুলবাড়ীতে ট্রাফিক পুলিশের দাবি উঠে সকল শ্রেণি ও পেশার বক্তাদের বক্তব্য থেকে। এর প্রেক্ষিতে ওইদিন দিনাজপুর পুরিশ সুপার মো. মারুফাত হুসাইন প্রধান অতিথির বক্তব্যের এক পর্যায়ে ফুলবাড়ীতে ট্রাফিক পলিশের প্রতিশ্রুতি দেন। এরই প্রেক্ষিতে মঙ্গলবার (২৫ ফেব্রæয়ারি) সকাল থেকে ফুলবাড়ী পৌরশহরে পুলিশ অবস্থানসহ যানজট নিরসন ও সড়কের শৃঙ্খলার রক্ষায় দায়িত্ব পালন শুরু করেছেন।

ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) সাজেদুল ইসলাম বলেন, স্থানীয় সর্বমহলের সহযোগিতায় তার নেতৃত্বে পাঁচ সদস্যের ট্রাফিক পুলিশ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল বলেন, দিনাজপুর পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন মহোদয়ের প্রতিশ্রুতি অনুযায়ী ফুলবাড়ী শহরে ট্রাফিক ব্যবস্থা চালু করা হয়েছে। ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) সাজেদুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের ট্রাফিক পুলিশ সদস্য তাদের দায়িত্ব পালন করবেন। দীর্ঘদিন থেকে ফুলবাড়ীতে যানজট ও সড়কের বিশৃঙ্খল অবস্থা ছিল তা দ্রুতই শেষ হবে। তবে সকলকে ট্রাফিক আইন মেনে হেলমেট পড়ে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে মোটরসাইকেল পড়ে মোটরসাইকেল চালানোর জন্য অনুরোধ করেছেন।

উল্লেখ্য, ইতোপূর্বে ফুলবাড়ীতে ট্রাফিক পুলিশের ব্যবস্থা থাকলেও ২০০৩ সালে তৎকালীন রাজশাহীর রেঞ্জের পুলিশের ডিআইজি শহিদুল ইসলাম ফুলবাড়ী থেকে ট্রাফিক পুলিশ প্রত্যাহার করে নেন। তখন থেকে দীর্ঘ ২২ বছর থেকে ট্রাফিক পুলিশ শূন্য ছিল ফুলবাড়ী শহর। সেই শূন্যতা পূরণ করলেন দিনাজপুর পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন। 

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews